Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটা জয়ের অপেক্ষায় বাংলাদেশ


২৭ অক্টোবর ২০২১ ২৩:১০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২৩:১৪

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে টানা তিন সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস এখন তলানিতে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভে শ্রীলংকার বিপক্ষে বাজেভাবে হারা বাংলাদেশ আজ ইংল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে গেছে। নাসুম আহমেদের আশা একটা জয় পেলেই বদলে যেতে পারে পরিস্থিতি। সেই জয়টা এখন খুব করেই খুঁজছে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারার পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন নাসুম আহমেদ। তরুণ স্পিনারের সামনে ক্রিকেটারদের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন উঠল।

বিজ্ঞাপন

মাঠে বাংলাদেশি ক্রিকেটারদের শরীরী ভাষায় ফুটে উঠছে স্নায়ু চাপ ও সংশয়। প্রতিপক্ষ একটু চেপে ধরলেই ফুঠে উঠছে ‘অসহায় ভাব’। ক্রিকেটাররা ভীত হয়ে পড়েছিন কিনা? এমন প্রশ্নে নাসুম বললেন, ‘ভয় থাকলে ক্রিকেট হয় না। আমাদের কারও মনে ভয় নেই। আমরা তো আসলে চেষ্টা করছি ভাই। জিততে পারছি না, এজন্য একটু এমন লাগছে।’

একটা ম্যাচ জিতে গেলে পরিস্থিতি বদলাবে বললেন নাসুম। তরুণ স্পিনার বলেন, ‘আমাদের তিনটি ম্যাচ আছে। এখান থেকে একটায় ভালো করতে পারলে, বাকি দুইটাতেও ভালো করতে পারব। আর একটা জিতলে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হয়ে যাব। কারণ বাংলাদেশে যে ম্যাচ জিতেছিলাম, তখন আত্মবিশ্বাস উঁচুতে ছিল। ওমানে প্রথম ম্যাচ হারলেও বাকি দুইটা জিতে সুপার টুয়েলভে এসেছি। আমাদের ইচ্ছা থাকে ভালো কিছু করার, হচ্ছে না এটা আমাদের দুর্ভাগ্য।’

সুপার টুয়েলভে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শুক্রবার। শারজায় টাইগারদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর