‘আমাদের দিয়ে হচ্ছে না’
২৭ অক্টোবর ২০২১ ২১:৫৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৩:৫৪
পাওয়ার প্লেতে রান উঠছে না, পেস বোলিং ডিপার্টমেন্টে চলছে দুর্দশা। স্লগ ওভারে অতি সাধারণ হয়ে পড়ছে দলের বোলিং আক্রমণ। বিশ্বকাপে বাংলাদেশ দলের সমস্যার যেন শেষ নেই! নাসুম আহমেদ বলছেন, শোধরানোর চেষ্টা করছেন ক্রিকেটাররা। কিন্তু তাদের নিয়ে হচ্ছে না।
স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু মাহমুদউল্লাহর দলের। পরে ওমান, পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করা বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে বাজেভাবে হেরেছে। আজ ইংল্যান্ডের বিপক্ষে স্রেভ উড়ে গেল টাইগাররা। ম্যাচ শেষে দলের প্রতিনিধ হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তরুণ স্পিনার নাসুম আহমেদ।
এক প্রশ্নের উত্তরে নাসুম বলেন, ‘এটা (ব্যাটসম্যানদের ব্যর্থতা) নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ছয় ওভারে রান তুলতে পারছি না। এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। রানও তুলতে পারছি না। উইকেটও পড়ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে। কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।’
ব্যাটিং ইউনিটের ব্যর্থতা মাথা পেতে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ব্যাটিং নিয়ে খুবই হতাশ। আজকের উইকেট ভালো ছিল। আমরা শুরুটা ভালো করিনি। মাঝের ওভারে আমরা কোনো জুটি গড়তে পারিনি। যে ভালো শুরুটা দরকার, সেটা আমরা পাচ্ছি না। কারণ, এসব উইকেটে পরে ব্যাটিং করাটা একটু কঠিন। আমার মনে হয়, আমাদের ব্যাটিংয়ের কিছু দিক নিয়ে আরও চিন্তা করা উচিত।’
আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত টেনেটুনে ১২৪ রান তুলেছে। আবু ধাবির পিচে এটা যে তেমন কোনো রানই নয় পরে সেটা প্রমাণ করেছে ইংল্যান্ড। বাংলাদেশি বোলিং আক্রমণকে ভোতা বানিয়ে ৫.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে ইংলিশরা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৯ অক্টোবর শারজায় ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/