Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশ ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২১ ১৯:০৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৯:০৯

টি-টোয়েন্টি ক্রিকেটের ১৭ বছরে ইতিহাসে এই প্রথম ইংলিশদের মুখোমুখি হয় বাংলাদেশ। আর প্রথম দেখাতেই ইংলিশদের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে হারল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ইংলিশদের সামনে ১২৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে জেসন রয়ের অর্ধশতকে ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।

বিজ্ঞাপন

ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১২৪

মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করেছিল ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে এসেও সেই ধারা অব্যাহত রাখল ইয়ন মরগ্যানের দল।

বাংলাদেশের দেওয়া ১২৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চড়াও ইংলিশ ব্যাটাররা। ইনিংসের ৫ম ওভারে নাসুম আহমেদের বলে মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জশ বাটলার। আউট হওয়ার আগে ১৮ বলে ১৮ রান করেন বাটলার।

বাটলার আউট হয়ে ফিরলে উইকেটের অপর প্রান্তে ধ্বংসলীলা শুরু করেন জেসন রয়। ইনিংসের ১২তম ওভারের ৪র্থ বলে নাসুমকে ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে নিজের অর্ধশতকপূর্ণ করেন জেসন রয়। পরের ওভারে শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন জেসন রয়।

তবে আউট হওয়ার আগে দলকে জয়ের কাছে পৌঁছে দেন জেসন রয়। পাঁচটি চার আর ৩টি ছয়ে ৩৮ বলে ৬১ রান করেন জেসন রয়। এই ইংলিশ ওপেনারের উইকেট নেওয়ার মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই উইকেট ঝুলিতে পুরলেন শরিফুল।

রয় ফেরার পর বাকি কাজটা সারেন দাভিদ মালান এবং জনি বেয়ারেস্টো। শেষ পর্যন্ত ১৪.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড। মালান ২৫ বলে ২৮ এবং বেয়ারেস্টো ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে শুরুতেই মইন আলীর ঘূর্ণিতে কুপোকাত টাইগার ওপেনাররা। তবে মুশফিকুর রহিমের ২৯ আর শেষ দিকে নাসুম আহমেদের ৯ বলে ১৯ রানের ক্যামিওতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান।

ইংলিশদের হয়ে দুটি করে উইকেট নেন মইন আলী, লিভিংস্টোন এবং টাইমাল মিলস। এছাড়াও একটি উইকেট নেন ক্রিস ওকস।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম ইংল্যান্ড সুপার টুয়েলভ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর