নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের দুইয়ে দুই
২৬ অক্টোবর ২০২১ ২৩:৪৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ০০:২৪
বিশ্বকাপের অন্যতম ফেভারিট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপযাত্রা শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানিদের সেই ফর্মটা অব্যাহত থাকল নিউজিল্যান্ডের বিপক্ষেও। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে আজ পাঁচ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।
এ নিয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৩৪ রানেই আটকে পরে মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক ও আসিফ আলির দারুণ ব্যাটিংয়ে ১০ বল বাকি রেখেই জয় নিশ্চিত করেছে পাকিস্তান।
মঙ্গলবার (২৬ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ১৩৪ রানের জবাব দিতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। আগের ম্যাচে ভারত বধের কারিগর পাকিস্তানের ওপেনিং জুটি আজ ভেঙেছে ২৮ রানে। ১১ বলে ৯ রান করে টিম সাউদির বলে সরাসরি বোল্ড বাবর আজম। এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের দেখা পেলেন সাউদি।
বাবর ফিরলেও অপর প্রান্তে মোহাম্মদ রিজওয়ান ছিলেন সাবলীল। তিনে নামা ফখর জামান ও মোহাম্মদ হাফিজকে নিয়ে দলকে টেনেছেন। তবে ফখর ১৭ বলে ১১ রান করে ফেরার পর হাফিজ-রিজওয়ান ছয় রানের ব্যবধানে ফিরলে ফের বিপদে পড়ে পাকিস্তান। একটা পর্যায়ে বাবর আজমের দলের স্কোর ছিল ৫ উইকেটে ৮৭। সেখান থেকে পথ হারাতে পারত পাকিস্তান। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতা কতোটা জরুরী এরপর তা দেখিয়ে ম্যাচ বের করে নেন শোয়েব মালিক।
একপ্রান্ত ধরে রেখে আসিফ আলিকে ঝড় তোলার সুযোগ করে দিয়েছিলেন অভিজ্ঞ শোয়েব। এই ছকেই পাঁচ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। ১৮.৪ ওভারে জয়ের জন্য ১৩৫ রান তুলে ফেলে পাকিস্তান। শোয়েব তখন ২০ বলে ২৬ রানে অপরাজিত। মাত্র ১২ বলে ১টি চার ৩টি ছয়ে ২৭ রানে অপরাজিত ছিলেন আসিফ। মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছিলেন ৩৪ বলে ৩৩ রান করে।
এর আগে হারিস রউফের দারুণ বোলিংয়ে ১৩৪ রানে বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে বোলিংয়ে নামা পাকিস্তানের হয়ে আজও শুরুতে গতির ঝড় তুলেছিলেন শাহিন শাহ আফ্রিদি। একের বেশি উইকেট না পেলেও শুরুতে নিউজিল্যান্ড ব্যাটারদের বেঁধে রাখতে পেরেছেন তিনি। তারই সুবিধা নিয়ে অপর প্রান্ত থেকে উইকেট নিতে পেরেছেন রউফ। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় নিয়েছেন চার উইকেট।
নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে থেমেছে ১৩৪ রানে। সর্বোচ্চ ২৭ করে রান করেছেন মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে। ২৫ রান করেছেন কেন উইলিয়ামস।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/