সুপার টুয়েলভে প্রথম জয়ের খোঁজে টাইগাররা, প্রতিপক্ষ ইংল্যান্ড
২৬ অক্টোবর ২০২১ ১৯:৩১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ২১:১০
ঢাকা: বিশ্বকাপের সুপার টুয়েলভের শুরুতে ১৭১ রানের পুঁজি নিয়ে ৭৯ রানে শ্রীলংকার চার ব্যাটারকে ফিরিয়ে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। তারপরও সেখান থেকে ম্যাচ হারতে হয়েছে! সেই ক্ষত টাটকা থাকতে থাকতেই নেমে পড়তে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচ বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। বিশ্বকাপে তো নয়ই, অগে কখনো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিই খেলেনি বাংলাদেশ। অর্থাৎ, এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন টাইগাররা। এই ফরম্যাটে অনেক আগ থেকেই বিশ্বের অন্যতম সেরা দল ইংলিশরা। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মাহমুদউল্লাহর দল।
চ্যালেঞ্জ জয়ের উদ্দেশ্যেই কাল মাঠে নামবে বাংলাদেশ বলেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। ম্যাচপূূর্ব সংবাদ সম্মেলনে গিবসন বলেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা যে কোনো দলকে হারাতে পারি। বাছাইপর্বটা একটু স্নায়ুক্ষয়ী ছিল। সেখানে পরিস্থিতি ভিন্ন। কিন্তু এখন আমরা বড় দলের মধ্যে এসেছি এবং আমাদের সবার পরিমাপ একরকম। তাই আমরা এখানে ম্যাচের সংখ্যা বাড়াতে আসিনি অবশ্যই জিততে এসেছি।’
স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভের শুরুতে জিততে জিততে শ্রীলংকার বিপক্ষে হেরে আবারও ব্যাকফুটে বাংলাদেশ।
ওদিকে ইংল্যান্ড আত্মবিশ্বাসে টইটুম্বর। প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়েছেন ইংলিশরা। বেন স্টোকস, স্যাম করান নেই। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারছেন না জোফর আর্চারও। কিন্তু তাদের অভাব বুঝতেই দিচ্ছেন না ইংল্যান্ড দলে সুযোগ পাওয়া বাকিরা। আক্রমণাত্মক ক্রিকেট খেলে অভ্যস্ত ইংলিশরা বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দেওয়ার ছক কষবেন সেটাই স্বাভাবিক। তবে অতি আক্রমণাত্মক হতে গেলে তো ভুল হওয়ার সম্ভবনাও বেশি! গিবসব জানালেন, বাংলাদেশ সেই অপেক্ষাই করবে ম্যাচে।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা বিশ্বকাপের কোনো দলকে ভয় পাই না। ইংল্যান্ড খুবই শক্তিশালী ব্যাটিং দল। ওরা আগ্রাসী ক্রিকেট খেলবে। আমরা এখানে এসেছি প্রতিযোগিতা করতে, জিততে। কাল এটাই করার চেষ্টা করব। ইংল্যান্ড ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে। আমি আমাদের বোলার ও ব্যাটসম্যানদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। ওদের বোলাররা সব সময় উইকেট নেওয়ার চেষ্টা করবে। ব্যাটসম্যানরাও সব সময় রান করে বোলারদের চাপে রাখতে চাইবে। ওদের বিপক্ষে অস্থির না হওয়ার বার্তা দিয়েছি ছেলেদের। একটা ভালো বল করেও হয়তো মার খাবে। কিন্তু তখন শান্ত থাকতে হবে। এভাবেই তারা খেলে, এটাই তাদের মানসিকতা। সেই সঙ্গে আমরা উইকেট নেওয়ার সুযোগও পাব। আমাদের শান্ত থাকতে হবে। দক্ষতা ও পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। বোলারদের শান্ত থাকতে হবে যতটা সম্ভব।
কাল বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার আভাস পাওয়া যাচ্ছে। আগের ম্যাচে পেসার তাসকিন আহমেদকে বসিয়ে স্পিনার নাসুম আহমেদকে একাদশে নিয়েছিল বাংলাদেশ। নাসুম দুই উইকেট পেলেও আগামীকাল তাকে বসিয়ে তাসকিনকে একাদশে ডাকা হতে পারে। কারণ আবু ধাবির পিচে স্পিনারদের চেয়ে পেসাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। এদিকে, খণ্ডকালিন স্পিনে হাত ঘোরাতে প্রস্তুত আছেন আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকদিন রানের মধ্যে না থাকা লিটন দাসকে আবারও সুযোগ দেওয়ার সম্ভবনাই বেশি। কারণ একাদশে থাকা বাকি ওপেনার সৌম্য সরকারের ফর্ম আরও বাজে।
বিশ্বকাপের প্রথম পর্বের শুরুতেই স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে পরে সেই বিপদ ঠিকই কাটিয়ে উঠেছে মাহমুদউল্লাহ দল। সুপার টুয়েলভের শুরুতে শ্রীলংকার বিপক্ষে হেরে বিপদে পড়া বাংলাদেশও কাল ইংল্যান্ডের বিপক্ষেও নিশ্চয় বিপদ কাটিয়ে উঠার ছক কষবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/