Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিমন্সের ভূতুড়ে ব্যাটিং, ওয়েস্ট ইন্ডিজ ১৪৩


২৬ অক্টোবর ২০২১ ১৭:৪৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৮:১৬

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সুবিধা করতে পারলেন না ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলরা। আগে ব্যাটিং করতে নেমে ১৪৩ রানে থেমেছেন ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লিন্ডল সিমন্স রীতিমতো ভূতুড়ে ব্যাটিংই করলেন আজ। মারকাটারি টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনিংয়ে নেমে ৩৫ বল খেলে মাত্র ১৬ রান করে আউট হয়েছেন অনেকদিন পর দলে সুযোগ পাওয়া ক্যারিবিয়ান ওপেনার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। সুর্য ডোবার পর শিশির বোলিংয়ে বড় অসুবিধার কারণ হয় বলে বাভুমার এই সিদ্ধান্ত অনুমিতই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সুচনায় সিমন্স যেমন ব্যাটিং করলেন সেটা অনুমিত নয়।

একপ্রান্ত থেকে দ্রুত রান তুলছিলেন অপর ওপেনার এভিন লুইস। অপর প্রান্তে সিমন্স খেলেছেন ঘুমপাড়ানি ক্রিকেট। দুজনের ৭৩ রানের ওপেনিং জুটিতে সিমন্সের অবদান ২৮ বলে ১৩! লুইস ৩৫ বলে ৩টি চার ৬টি ছয়ে ৫৬ রান করে ফিরলে নটআউট ছিলেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ১৬ রান করতে খেয়েছেন ৩৫ বল!

বাকি সময়ে এই ব্যবধান ঘুচাতে গিয়ে ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেল (৫), ক্রিস গেইল (১২), শিমরন হেটমায়াররা (১)। শেষ দিকে অধিনায়ক কাইরন পোলার্ডই যা একটু দাঁড়াতে পেরেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৩ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড ২০ বলে দুই চার এক ছয়ে ২৬ রান করেছেন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর