Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২১ ১১:৫৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১২:৪০

সাদা পোশাক কিংবা রঙিন পোশাকে ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির ১৭ বছর পার হয়েছে ইতোমধ্যেই। এর মধ্যে বাংলাদেশ দল খেলেছে ১১৬টি টি-টোয়েন্টি আর ১৭টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে খেলেছে। তবে টেস্ট খেলুড়ে দেশ হলেও ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে খেলা হয়নি বাংলাদেশের। এবার অবশ্য ঘুচতে চলেছে এই আক্ষেপ।

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স।

বিজ্ঞাপন

বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপ-বি থেকে রানারআপ হয়ে পরের রাউন্ডে গ্রুপ-১ এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের দেখা হওয়ার সুযোগ ছিল খুবই ক্ষীণ। এছাড়াও আইসিসি’র প্রথমে ঘোষিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের খেলার কথা ছিল গ্রুপ-২’এ।

তবে আইসিসি পরবর্তীতে নিয়মে পরিবর্তন আনে। শুরুতে নিয়মে ছিল প্রাথমিক পর্ব থেকে বাংলাদেশ সুপার টুয়েলভে পা রাখলেই পড়বে ভারত-পাকিস্তানের গ্রুপ-২ তে। কিন্তু পরে তা বদলে গ্রুপের অবস্থানের ভিত্তিতে করা হয়। প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশ রানারআপ হিসেবে পা রাখে সুপার টুয়েলভে ইংল্যান্ডের গ্রুপে।

ইংলিশদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেললে কখনোই দেখা হয়নি টি-টোয়েন্টিতে। দুই দল কখনো দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি, দেখা হয়নি আইসিসি’র ইভেন্টেও।

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়ের সঙ্গে ১৬টি, এরপর নিউজিল্যান্ড ১৫। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে খেলেছে ১২টি করে ম্যাচ। ভারতের বিপক্ষে ১১টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬, আয়ারল্যান্ডের বিপক্ষে ৫, নেদারল্যান্ডের বিপক্ষে ৪, ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে ২টি করে ম্যাচ। একবার করে মুখোমুখি হয়েছে কেনিয়া, নেপাল, হংকং ও পাপুয়া নিউ গিনির।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর