Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই জয়টা কেবল শুরু, লক্ষ্য বিশ্বকাপ জয়ের— বাবর আজম

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১ ১৫:৫৯

ভারতকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা পাকিস্তান দল। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ইতোমধ্যেই দলের প্রশংসায় টুইট করেছেন, তবে আলাদাভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বাবর আজমের নামও মনে করিয়ে দিয়েছেন তিনি। কিন্তু বাবর এই জয়ের কৃতিত্ব একাই নিচ্ছেন না। এই জয়ের কৃতিত্ব গোটা দলকে দিচ্ছেন বাবর। সেই সঙ্গে এও জানিয়ে দিলেন ভারতের বিপক্ষের জয়টা কেবলই শুরু, তাদের আসল লক্ষ্য বিশ্বকাপ জয়।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের এটা প্রথম জয়। ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোনো বিশ্বকাপেই ভারতের বিপক্ষে জয় ছিল না পাকিস্তানের। বিশ্বমঞ্চে দুদলের আগের ১২ দেখায় প্রতিবারই জিতেছিল ভারত। দুর্দান্ত বাবর-রিজওয়ানে আজ সেই আক্ষেপ ঘুচল পাকিস্তানিদের।

তুমি পাকিস্তানের গুপ্তচর— শামিকে ভারতীয় সমর্থকরা

টি-টোয়েন্টি ফরম্যাটে অনেক আগে থেকেই পাকিস্তানের মূল শক্তি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি। শক্তির জায়গাই ম্যাচ জেতালো পাকিস্তানকে। তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির ভূমিকাও কম না। শুরুতেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে বিদায় করে ভারতকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন পাকিস্তানের তরুণ এই পেসারই। ফলে দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরি করা বাবর, রিজওয়ানরে রেখে ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে শাহিনের হাতেই।

প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতকে হারিয়ে আনন্দে ভাসছে পাকিস্তান। ক্রিকেটাররাও আনন্দে ভাসছেন। তবে সতীর্থদের এখনই আনন্দে ভেসে যেতে বারণ করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ড্রেসিংরুমে সতীর্থদের উজ্জীবিত করতে বাবর আজমের দেওয়া বক্তব্য এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সমর্থক থেকে প্রধানমন্ত্রী সবার প্রশংসায় ভাসছে বাবর-রিজওয়ানরা

এই ঐতিহাসিক জয়ে অধিনায়ক এবং ওপেনার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর। খেলেছেন ৫২ বলে ৬ চার ২ ছক্কা অপরাজিত ৬৮ রানের ইনিংস। ম্যাচ শেষে ড্রেসিংরুমে তিনি বলেন, ‘দেখো ভাই, এটা কারো ব্যক্তিগত অর্জন না, আমরা দল হিসেবে জিতেছি। তাই এটা ছেড়ে দেওয়া যাবে না। এই তো কেবল শুরু। আমি আবারও বলছি, এটা কেবল শুরু। এখন আনন্দ করো কিন্তু অতিরিক্ত উত্তেজিত হয়ে যেয়ো না।’

বিজ্ঞাপন

পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, ‘সামনে আমাদের আরও ম্যাচ আছে। সেদিকেও নজর দিতে হবে। আমরা একসাথে আনন্দ করব, তবে আমাদের মূল লক্ষ্য একটাই, বিশ্বকাপ জয়। তাই আমরা কখনো আত্মতুষ্টিতে ভুগব না। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং- যার সামনে যেই সুযোগ আসবে, শতভাগ দিয়ে চেষ্টা করব। দল হিসেবে আমাদের জিততে হবে। এখানে আমরা আনন্দ করব। ফিরে গিয়ে পরিবারের সঙ্গে আনন্দ করব। কিন্তু সবার কাছে অনুরোধ করছি, আনন্দে ভেসে যাবে না।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

আরও পড়ুন:

পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটের লজ্জা

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাবর আজম ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর