Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমর্থক থেকে প্রধানমন্ত্রী সবার প্রশংসায় ভাসছে বাবর-রিজওয়ানরা

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১ ১৫:২৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৭:৫২

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পেল পাকিস্তান। সেও কি জয়! রীতিমত ভারতকে বিধ্বস্ত করল বাবর আজমের দল। ভারতকে হারানোর পর পাকিস্তানে সারা রাত ধরে চললো উৎসব। দলকে এমন জয় এনে দেওয়ায় অধিনায়ক বাবর আজমের প্রশংসায় মেতেছেন সাবেক অধিনায়ক এবং বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের এটা প্রথম জয়। ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোনো বিশ্বকাপেই ভারতের বিপক্ষে জয় ছিল না পাকিস্তানের। বিশ্বমঞ্চে দুদলের আগের ১২ দেখায় প্রতিবারই জিতেছিল ভারত। দুর্দান্ত বাবর-রিজওয়ানে আজ সেই আক্ষেপ ঘুচল পাকিস্তানিদের।

বিজ্ঞাপন

তুমি পাকিস্তানের গুপ্তচর— শামিকে ভারতীয় সমর্থকরা

সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম টুইট করে বলেন, ‘খেলা শেষ হওয়ার আগে থেকেই উৎসবের মেজাজ পাকিস্তানে।’ তবে আগে থেকে উচ্ছ্বাস শুরু করার জন্য সবাইকে সতর্কও করেন তিনি। যদিও শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটেনি। ১০ উইকেটের রেকর্ড ব্যবধানে কোহলিদের হারায় বাবর আজমের দল।

পাকিস্তানের জয়ের পরে শুভেচ্ছা জানিয়েছেন সে দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে ইমরান লিখেছেন, ‘পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বিশেষ করে অধিনায়ক বাবর আজমকে। যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির ‘অসাধারণ পারফরম্যান্স’-এর উল্লেখও করেছেন ইমরান। লিখেছেন, ‘দেশ তোমাদের সকলের জন্য গর্বিত।’

রোববার ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে পাকিস্তান। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পরে ব্যাট হাতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান সেই জয়কে আরও মধুর করে তোলেন। বিশ্বকাপে জয় নিশ্চিত হতেই পাকিস্তানে শুরু হয় উৎসব। তাতে মাতেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।

বিজ্ঞাপন

পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটের লজ্জা

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

ইমরান খান ওয়াসিম আকরাম টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানের প্রধানমন্ত্রী বাবর আজম ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর