Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ণশক্তির দল নিয়েও মার্শেইর মাঠে পিএসজির ড্র

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১ ০৮:১৭

তারকাখোচিত পিএসজির আক্রমণভাগে মেসি-নেইমার-এমবাপে সঙ্গে অ্যাঞ্জেল ডি মারিয়াও ছিলেন। তবে অলিম্পিক মার্শেইর সঙ্গে সুবিধা করে উঠতে পারলো না তারা। কোনো রকমে মার্শেইর মাঠ থেকে ড্র করে ফিরেছে তারা। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলা পিএসজি তাই এক পয়েন্ট নিয়ে আসতে পেরেও স্বস্তি দেখছে।

পিএসজির বিপক্ষে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও আক্রমণে পিএসজিকে কোণঠাসা করে রাখে মার্শেই। গোলের উদ্দেশ্যে তাদের ১৫ শটের সংখ্যা ছিলে ১৫টি বিপরীতে পিএসজির ছিল ১০টি।

বিজ্ঞাপন

ম্যাচের ১৩তম মিনিটে নেইমারের গোলমুখে বাড়ানো বল এমবাপের পায়ে যাওয়া ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুয়ান পেরেজ। তবে তা অফসাইডের কারণে ভিএআরের মধ্যমে বাতিল করেন রেফারি। এরপর ম্যাচের ২০তম মিনিটে পিএসজির জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন আর্কিদিউস মিলিক। কিন্তু এবারেও ভিএআরে তাদের আনন্দও মাটি করে দেয় অফসাইডের বাঁশি বাজিয়ে।

বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে ডি বক্সের মুখে প্রতিপক্ষের উইঙ্গার উন্দেরকে পেছন থেকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আশরাফ হাকিমি। এতে জমজমাট লড়াইয়ে সফরকারীদের রক্ষণ কিছুটা উন্মুক্ত হয়ে পড়ে।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মার্শেই। যদিও গোলের দারুণ কিছু সুযোগ তৈরি করে স্বাগতিকরা কিন্তু গোলের দেখা পায়নি।

আসরে প্রথম আট ম্যাচের সবকটি জয়ের পর এই নিয়ে শেষ তিন রাউন্ডে দুটিতে জয়শূন্য রইলো পিএসজি। রেনের বিপক্ষে হারের পর আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে পিএসজি ঘরের মাঠে জিতেছিল অ্যাঞ্জারের বিপক্ষে। এবার আবার করল ড্র।

বিজ্ঞাপন

লিগ ওয়ানে ১১ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ২৮। ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লেন্স। এক ম্যাচ কম খেলা নিস ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তাদের সমান ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে মার্শেই।

সারাবাংলা/এসএস

মার্শেই বনাম পিএসজি