Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে ভারতের চ্যালেঞ্জিং স্কোর


২৪ অক্টোবর ২০২১ ২১:৫৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২২:৩৩

টস হেরে ব্যাটিং করতে নামা ভারতকে প্রথমে কাঁপিয়ে দিচ্ছিলেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। ৬ রানের মধ্যে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে দেন পাকিস্তানি তরুণ। তবে এরপর বিরাট কোহলি একপ্রান্তে দাঁড়িয়ে গেলেন। উইকেটরক্ষক রিষভ পন্তও দারুণ একটা কার্যকারি ইনিংস খেলেছেন। সব মিলিয়ে বাজে শুরুর পরও চ্যালেঞ্জিং স্কোরই গড়েছে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৫১ রানের স্কোর গড়েছে শুরুতে ব্যাটিং করতে নামা ভারত।

বিজ্ঞাপন

রোববার (২৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শাহিন শাহের দুর্দান্ত বোলিং সিদ্ধান্তের স্বার্থকতাই মনে হচ্ছিল। প্রথম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত শর্মাকে ফেরান শাহিন। নিজের দ্বিতীয় ওভারে ভারতের ওপর ওপেনার লোকেশ রাহুলকে যেভাবে ফেরালেন সেটা ছিল আরও দৃষ্টিনন্দন।

ডানহাতি লোকেশ রাহুলের বিপক্ষে শাহিনের ডেলিভারিটি অফস্ট্যাম্পে পিচ করে দুর্দান্ত এক টার্ন করে চলে এলো মিডল ও লেগ স্ট্যাম্পের মাঝামাঝি। কিছুই করার ছিল না রাহুলের, বোল্ড। চারে নামা সূর্যকুমার যাদবও বেশিদূর এগুতে পারলেন না। পরপর তিন উইকেট হারানো ভারত একটু হলেও ভড়কে গিয়েছিল। তবে সময় যতো গড়িয়েছে চাপ কাটিয়ে ঠিকই রান তুলেছে বিরাট কোহলির দল। কোহলি নিজেই সামনে থেকে নেতৃত্ব দিলেন।

চতুর্থ উইকেটে পন্তের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে দলের ধস ঠেকিয়েছেন। পরে রবীন্দ্র জাদেজার সঙ্গে আরেকটা কার্যকরী জুটি গড়ে দলকে দেড়শর ওপারে নিয়েছেন কোহলি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে ভারত।

বিজ্ঞাপন

কোহলি ৪৯ বল খেলে ৫টি চার ১টি ছয়ে ৫৭ রান করেছেন। ৩০ বলে ২টি করে চার ছয়ে ৩৯ রান করেছেন পন্ত। এছাড়া হার্দিক পান্ডিয়া শেষ দিকে ৮ বলে ১১ রান করেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি তিনটি ও হাসান আলি দুটি উইকেট নিয়েছেন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর