Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় সংগ্রহের পরও বাংলাদেশের বাজে হার


২৪ অক্টোবর ২০২১ ১৯:৪১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২১:৩৯

শুরুতে দ্রুত গতিতে রান তুললেও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়েছিল শ্রীলংকা। তারপর লংকানরা যেভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল, বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু লিটন দাসের সহজ দুটি ক্যাচ মিস আর মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফউদ্দিনের এলোমেলো বোলিংয়ে শেষ পর্যন্ত বাজেভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ১৭১ রানের সংগ্রহ নিয়েও ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাহমুদউল্লাহর দলকে।

বিজ্ঞাপন

এই হারে মাহমুদউল্লাহর অধিনায়কত্বকেও কাঠগড়ায় তুলবেন অনেকে। দুই ওভারে মাত্র ৫ রান খরচায় দুই উইকেট তুলে নেওয়া সাকিব আল হাসানকে আবারও বোলিংয়ে ফিরিয়ে এনেছিলেন শ্রীলংকানরা চালকের আসনে বসার পর। শেষ পর্যন্ত সাকিবের একটি ওভার বাকিই রয়ে যায়। কোটার এক ওভার বাকি থেকে যায় মোস্তাফিজুর রহমানেরও।

প্রথম পর্বের তিনটি ম্যাচ খেলা পেসার তাসকিন আহমেদকে বসিয়ে স্পিনার নাসুম আহমেদকে একাদশে নেওয়া হয়েছিল। সেই নাসুমের কোটার ওভারও কেন পূর্ণ হলো না তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আগের দিন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, শারজাহর উইকেট ঢাকার উইকেটের মতোই। স্লো পিচের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ কোচ। কিন্তু মাঠের খেলায় দেখা গেল তার উল্টোটা। সেট হওয়ার পর ব্যাটাররা রান তুলেছেন আরামছে।

রোববার (২৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭১ রানের জবাব দিতে নামা শ্রীলংকাকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন নাসুম আহমেদ। দারুণ এক ডেলিভারিতে কুশল পেরেরাকে বোল্ড করেন নাসুম। এরপর দারুণ একটা জুটি গড়ে তোলেন পাথুম নিশাঙ্কা ও চারিথ আশালঙ্কা। দ্বিতীয় উইকেটে ৬৯ রান তুলেছেন দুজন।

তবে এরপর সাকিব আল হাসান বোলিংয়ে আসতেই পাল্টে গেল ম্যাচের দৃশ্যাপট। নবম ওভারে মাত্র ১ রান খরচায় দুই উইকেট তুলে নেন সাকিব। পরের ওভারে সাইফউদ্দিন হাসারাঙ্গাকে ফেরালে বাংলাদেশের জয়টাকে সহজই মনে হচ্ছিল। লিটন দাসের দুই ম্যাচ মিস ও ভুল ক্যাপ্টেন্সিতে সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ।

সাকিব-মোস্তাফিজকে বোলিংয়ে এনে লংকানদের ওপর আরও চাপ বাড়ানো যেতো। কিন্তু তাদের বদলে মাহমুদউল্লাহ-আফিফরা বোলিং করে রান বিলিয়েছেন দু’হাত ভরে। এর মধ্যে ভানুকা রাজাপাক্সের দুটি সহজ ক্যাচ মিস করেন লিটন দাস। এই ভানুকাতেই পরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দুবার ‘জীবন’ পেয়ে ৩১ বলে ৩টি করে চার ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন ভানুকা। একপ্রান্ত আগলে রেখে এগুনো আশালঙ্কাও শেষ দিকে ঝড় তুলেছিলেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন আশালঙ্কা। তার ইনিংসে চারের মার ৫টি, ছক্কাও ৫টি। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়েল জন্য ১৭২ রান তোলে শ্রীলংকা।

এর আগে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস শেষে বলছিলেন, তিনি জিতলেও প্রথমে ব্যাটিংই নিতেন। অধিনায়ক কেন এমন কথা বলেছিলেন বড় স্কোর গড়ে বাংলাদেশি ব্যাটাররা সেটা প্রমাণ করেছিলেনও।

শুরুতে সাবধানে এগিয়েছেন দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাস। লাহিরু কুমারাকে জায়গা করে নিয়ে কাভারে খেলতে গিয়ে লিটন (১৬ বলে ১৬) ক্যাচ হলে ৪০ রানের ওপেনিং জুটি ভেঙেছে। বিশ্বকাপে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি এটি। সাকিব তিনে নেমে দারুণ দুটি বাউন্ডারি হাঁকিয়ে ফর্মে থাকার জানান দিচ্ছিলেন। কিন্তু লেগে টেনে খেলতে গিয়ে ৭ বলে ১০ রান করে ফেরেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের ইনিংসের আসল কাজটা হয়েছে এরপর।

অনেকদিন অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম চারে নেমে খেলেছেন সাবলীল। নাইমও এগিয়েছেন উইকেট ধরে রেখে। দুজনের ৫১ বলে ৭৩ রানের জুটিটিই বাংলাদেশ ইনিংসের মেরুদণ্ড। নাইম ৫২ বলে ৬টি চারে ৬২ রান করে ফিরলেও মুশফিক অপরাজিত ছিলেন শেষ অবদি।

মাত্র ৩৭ বল খেলে ৫টি চার ২টি ছয়ে ৫৭ রান করে অপরাজিত ছিলেন মুশি। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৫ বলে ১০ রান করে বাংলাদেশকে একশ সত্তোরের ওপরে নিয়েছেন। শ্রীলংকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা, চামিকা কারুনারত্নে ও বিন্দুরা ফের্নান্দো।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর