Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের বোলিং ইউনিটে পরিবর্তন


২৪ অক্টোবর ২০২১ ১৬:০২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৬:১১

শঙ্কা, সমালোচনা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর দলের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা। এক পরিবর্তন নিয়ে লংকানদের বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

প্রথম পর্বের তিনটি ম্যাচ খেলা পেসার তাসকিন আহমেদকে বসিয়ে স্পিনার নাসুম আহমেদকে একাদশে অন্তর্ভূক্ত করা হয়েছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় এমন সিদ্ধান্ত যে আসতে পারে সেই আভাস আগেই দেওয়া হয়েছিল। বিশ্বকাপের আগে আরব আমিরাতের স্টেডিয়ামগুলোতে অনবরত আইপিএলে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফলে অতি ব্যবহারে স্বাভাবিকভাবেই মন্থর হয়ে পড়ার কথা পিচগুলোর।

বিজ্ঞাপন

সুপার টুয়েলভের ম্যাচগুলোতে তার প্রমাণও পাওয়া যাচ্ছে। গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার দুটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। দুই ম্যাচেই বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। ফরে তাসকিনের জায়গায় নাসুমকে একাদশে নেওয়া অনুমিতই ছিল। সর্বশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে মুড়ি-মুড়কির মতো উইকেটে নিয়েছিলেন তরুণ স্পিনার নাসুম।

বাকি জায়গাগুলো অপরিবর্তিতই আছে। ওপেনিংয়ে যথারীতি নাইম শেখ, লিটন দাস। তিনে সাকিব আল হাসান। অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম চারে। পাঁচে অধিনায়ক মাহমুদউল্লাহ, ছয়ে আফিফ হোসেন ধ্রুব, সাতে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। স্পিন অলরাউন্ডার শেষ মাহেদি হাসান আটে, পেস অলরাউন্ডার সাইফউদ্দিন নয়ে। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার যে পরিবর্তিত হতে পারে সেটা আগেও দেখিয়েছে বাংলাদেশ। সাইফউদ্দিনের সঙ্গে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। স্পিন বিভাগে নাসুমের সঙ্গে সাকিব, শেখ মাহেদি।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ তাসকিন আহমেদ নাসুম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর