ব্যাটিংয়ে শুরু বাংলাদেশের সুপার টুয়েলভ
২৪ অক্টোবর ২০২১ ১৫:৩৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৩:৫৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা মাঠে গড়িয়েছে শনিবার (২৩ অক্টোবর)। মূল পর্বের দ্বিতীয় দিনে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা।
প্রথম রাউন্ডে স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনির সঙ্গে গ্রুপ-বি’তে ছিল বাংলাদেশ। সেখান থেকে রানারআপ হয়ে সুপার টুয়েলভের গ্রুপ-১ এ জায়গা করে নিয়েছে টাইগাররা। অন্যদিকে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়াকে উড়িয়ে গ্রুপ-এ চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে উঠে এসেছে শ্রীলংকা।
বাংলাদেশের বিপক্ষে শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে লংকানরা। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে লংকানদের কাছে হেরেছিল টিম টাইগার্স। এবার মূল পর্বে সে প্রতিশোধ নেওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস