Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার টুয়েলভের শুরুতে প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়


২৩ অক্টোবর ২০২১ ১৭:৫৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১৮:০৫

আগে বোলিং করতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে অস্ট্রেলিয়া। জস জ্যাজেলউড, অ্যাডাম জাম্পাদের সামনে ৮৩ রানে সপ্তম উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে শেষ পর্যন্ত ১১৮ রানে থেমেছে প্রোটিয়ারা।

শনিবার (২৩ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে টেম্বা বুভামা যেভাবে শুরু করলেন তাতে দক্ষিণ আফ্রিকার এমন দুর্দাশা আন্দাজ করা যায়নি। মিচেল স্টার্ককে দুইবার সীমানাছাড়া করে প্রথম ওভারে ১১ রান তোলেন বাভুমা। প্রথম ওভারে স্টার্কের ধুঁকতে থাকা দেখেই হয়তো দ্বিতীয় ওভারে স্পিন আনতে চাইলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাতেই প্রোটিয়াদের ছন্দপতন।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওভারে ম্যাক্সওয়েলের এক নির্বিশ ডেলিভারিতে বোল্ড বাভুমা (৭ বলে ১২)। তারপর খণ্ডকালিন স্পিনার ম্যাক্সওয়েলের স্পিন সামলাতেই হিমশিম খেতে হলো প্রোটিয়াদের। ২৩ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেট জুটিতে এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন ৩৪ রানের একটা জুটি গড়ে প্রতিরোধের আভাস দিয়েছিলেন। কিন্তু অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউডদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভণ্ডুর ব্যাটিং অর্ডার নিয়ে প্রতিরোধ বড় করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

এক মার্করামই বলার মতো একটা ইনিংস খেলেতে পেরেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম ৩৬ বল খেলে ৩টি চার ১টি ছয়ে ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন কাগিসো রাবাদা, ডেভিড মিলারের ব্যাট থেকে এসেছে ১৬।

অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ১৯ রানে, অ্যাডাম জাম্পা ২১ রানে, মিচেল স্টার্ক ৩২ রানে দুটি করে উইকেট নিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল ২৪ রানে এক উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর