Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্নের চোখে ভারত-ইংল্যান্ডই ফেভারিট

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২১ ১০:১৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১০:৩৮

শনিবার (২৩ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা। আর প্রথম দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এছাড়াও দিনের আরেক ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এদিকে প্রথম ম্যাচে মাঠে নামা অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন নিজ দেশকেই বিশ্বকাপের জন্য ফেভারিট মনে করছেন না। তার ফেভারিটের তালিকায় আয়োজক ভারত, সঙ্গে আছে ইংল্যান্ডও।

বিজ্ঞাপন

তবে শুধু যে এ দুই দলকেই বিশ্বকাপ জয়ের মূল দাবীদার মনে করছেন ওয়ার্ন তাও নয়। কারণ শক্তি-সামর্থ্যে এবার কাছাকাছি বেশি কিছু দলকেই দেখছেন তিনি। কিছুদিন আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা কেন উইলিয়ামসের নিউজিল্যান্ডও আছে তালিকায়। আর সংযুক্ত আরব আমিরাত তো একসময় ছিল পাকিস্তানের ঘরের মাঠ। শিরোপার দৌড়ে আছে তারাও।

আর বছর জুড়ে যেমন তেমন পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বরাবরই নজরকাড়া পারফরম্যান্স করে ক্যারিবিয়ানরা। সাম্প্রতিক ফর্ম কিছুটা খারাপ হলেও পিছিয়ে রাখা যাবে না অস্ট্রেলিয়াকেও। তাদের ফেভারিটের তালিকায় না রাখলেও দলটি ভালো কিছুর করতে পারে বিশ্বাস করেন ওয়ার্ন।

ওয়ার্ন বলেন, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারত ফেভারিট। আইসিসির আসরগুলোতে নিউজিল্যান্ডও সবসময়ই ভালো পারফর্ম করে। তবে আমার ধারণা অস্ট্রেলিয়াকে কিছুটা অবমূল্যায়ন করা হচ্ছে, দলটিতে ম্যাচ জেতানো অনেক ক্রিকেটার থাকার পরও। এরপর আছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কে জিতে, এটা দেখতে রোমাঞ্চিত।’

অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে দলের অন্যতম সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নের ফর্মহীনতা। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলের একাদশে জায়গা হারিয়েছিলেন তিনি। এদিকে আরেক ফেভারিট ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানও ভুগছেন ফর্মহীনতায়। তবে এসব নিয়ে ভাবতে বারণ করলেন ওয়ার্ন। তিনি মনে করেন এদের মধ্য থেকেও কেউ হয়ে যেতে পারেন বিশ্বকাপের সেরা পারফর্মারও।

এ ব্যাপারে ওয়ার্ন বলেন, ‘ফর্মে না থাকায় যারাই ওয়ার্নার ও মরগানকে অবজ্ঞা করছেন, মনে রাখবেন, ক্লাস চিরস্থায়ী আর ফর্ম ক্ষণস্থায়ী। এই দুইজনের কেউ যদি টুর্নামেন্ট সেরা হয়, অবাক হব না…।’

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেন ওয়ার্ন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর