Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ব্যর্থতার পর অবসরের ঘোষণা ডেসকাটের

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২১ ০৯:৪১

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। দলের এমন বিদায়ের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন রায়ান টেন ডেসকাটে। অবশ্য আগেই ঘোষণা দিয়েছিলেন বছরের শেষ দিকে বিদায় বলবেন সব ধরনের ক্রিকেটকে। তবে এর কিছুটা আগেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ডাচ এই অলরাউন্ডার।

ডাচদের বিশ্বকাপ দলে ৪১ বছর বয়সে ডেসকাটের ডাক পাওয়াটা চমকের জন্ম দেয়। কিন্তু এবারের বৈশ্বিক আসরে ছাপ রাখতে পারলেন না তিনি। প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ। নামিবিয়ার বিপক্ষে দলে থাকলেও পাননি ব্যাটিং। শ্রীলংকার বিপক্ষে তাকে রাখাই হয়নি একাদশে।

বিজ্ঞাপন

খালি হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ডাচদের। শুক্রবার শ্রীলংকার কাছে তো মাত্র ৪৪ রানেই অলআউট হয় তারা। আর ম্যাচ শেষের কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডেসকাটে।

তিনি বলেন, ‘কঠিন একটা সফর শেষ হলো এবং এই প্রচেষ্টার অংশ হতে পারাটা অনেক আনন্দের ছিল। নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করাটা সবসময়ই ছিল দারুণ এক পাওয়া। এই দল এবং এর সাপোর্ট স্টাফ যে পেশাদারিত্ব ও নিবেদন দেখিয়েছে তা দারুণ অনুপ্রেরণার। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ কিছু মুহূর্ত যে আমি উপভোগ করতে পেরেছি, তার জন্য খেলোয়াড়, কোচ ও কেএনসিবির (ক্রিকেট নেদারল্যান্ডস) সঙ্গে জড়িত সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ডেসকাটে ৩৩ ওয়ানডে খেলে ৫ সেঞ্চুরিতে রান করেন ১ হাজার ৫৪১, ব্যাটিং গড় ৬৭। হাজার রান করা ব্যাটারদের মধ্যে তার এই গড় ওয়ানডে ইতিহাসের সেরা। মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট ৫৫টি, চারটি করে উইকেট তিন ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে ৫৩৩ রান ৪১.০০ গড় ও ১৩২.৯১ স্ট্রাইক রেটে। উইকেট ১৩টি।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

অবসর টি-টোয়েন্টি বিশ্বকাপ নেদারল্যান্ডস রায়েন টেন ডেসকাটে