৪৪ রানে অলআউট নেদারল্যান্ডস
২২ অক্টোবর ২০২১ ২১:৩৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ২১:৩৭
পাড়লে এবারের বিশ্বকাপটা ক্যালেন্ডারের পাতা থেকে মুছেই দিতে চাইবে নেদারল্যান্ডস! খর্বশক্তির নামিবিয়ার বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছিল দলটি। আজ শ্রীলংকার বিপক্ষে রীতিমতো লজ্জায় পড়ল ডাচরা। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৪ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস।
অল্পের জন্য আজ বিশ্বকাপের সর্বনিম্ন রানের লজ্জায় পড়তে হয়নি ডাচদের। অবশ্য এই লজ্জায় তাদের নামই আছে। ২০১৪ সালের বিশ্বকাপে এই শ্রীলংকার বিপক্ষেই ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস।
শুক্রবার (২২ অক্টোবর) শারজায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতেই হয়তো লংকান অধিনায়কের এই প্ল্যান। কিন্তু নেদারল্যান্ডস যে মাত্র ৪৪ রানেই গুটিয়ে যাবে সেটা নিশ্চয় শানাকাও আন্দাজ করতে পারেননি।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেদারল্যান্ডসের বিপক্ষে কলিন অ্যাকারম্যানই কেবল দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। মাত্র ১০ ওভারেই ৪৪ রানে গুটিয়ে গেছে দলটি।
শ্রীলংকার হয়ে ৩ ওভারে মাত্র ৭ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন লাহুরু কুমারা। হাসারাঙ্গা ৩ ওভারে ৯ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। এছাড়া মাহেশ থাকসিনা ১ ওভারে তিন রান খরচায় নিয়েছেন দুই উইকেট।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/