Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ


২২ অক্টোবর ২০২১ ১২:৫০ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১২:৫৪

বিশ্বকাপ শুরুর আগে ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ড-আফগানিস্তান গ্রুপে সুপার টুয়েলভ খেলার সম্ভবনা বেশি দেখা হচ্ছিল বাংলাদেশের। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সেই সম্ভবনা উবে গেছে। বাংলাদেশ সুপার টুয়েলভ খেলবে গ্রুপ-১ এ, যেখানে আগে থেকেই অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দল রয়েছে। ওই গ্রুপে শ্রীলংকার যাওয়ার সম্ভবনাও বেশি। সেক্ষেত্রে গ্রুপ-১ আরও কঠিন হয়ে উঠবে। মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, এই কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল।

বিজ্ঞাপন

গতকাল পপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সুপার টুয়েলভের প্রসঙ্গ উঠল। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো পাওয়ার হিটিং ক্রিকেট খেলে অভ্যস্ত। বাংলাদেশ দলে তেমন পাওয়ার হিটার নেই বললেই চলে।

কতোটা চ্যালেঞ্জিং হবে? মাহমুদউল্লাহ বলেন, ‘সুপার টুয়েলভে সবাই আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে নিজেদের প্রমাণের চেষ্টা করবো। সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

প্রতিপক্ষ কতোটা শক্তিশালী বা দুর্বল সেসব না ভেবে নিজেদের সামর্থের ওপর বিশ্বাস করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বললেন, টি-টোয়েন্টিতে ছোট দল বড় দলের পার্থক্য বেশি না, ‘গ্রুপ রানার্সআপ হলে কোন কোন দল আছে (সুপার টুয়েলভে প্রতিপক্ষ) এগুলো খুব একটা চিন্তা করছি না। আমরা নিজেদের ওপরই ফোকাস করছি। টি-টোয়েন্টিতে ফেভারিট বলতে কিচ্ছু নেই। প্রতিটি দলকেই সমানভাবে নিয়েছি। এই ফরম্যাট এমন, যেখানে প্রতিদিন পরিকল্পনা কাজে লাগবে না। পারফরম্যান্সের গ্রাফ উঁচু-নিচু থাকবে। দলের আত্মবিশ্বাস যেন কমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম খেলা ২৪ অক্টোবর। শারজায় প্রতিপক্ষ শ্রীলংকার হওয়ার সম্ভবনাই বেশি। তবে এখনো প্রথম পর্বে গ্রুপ ‘এ’ এর খেলা শেষ হয়নি বলে বিষয়টি নিশ্চিত নয়। আবুধাবিতে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ২৪ অক্টোবর, প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। একই মাঠে ২৯ তারিখে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৪ নভেম্বর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচটা হবে দুবাইয়ে। সুপার টুয়েলভে বাংলাদেশের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের সুপার টুয়েলভ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর