বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে, মনে করেন পিএনজি অলরাউন্ডার
২১ অক্টোবর ২০২১ ১০:১৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১০:৫৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পরের পর্বে খেলার আশা ইতোমধ্যেই শেষ করে ফেলেছে গেছে পাপুয়া নিউ গিনি (পিএনজি)। তবে এতে হতাশ নয় দলটি। বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছে, এটাই তো বড় প্রাপ্তি। এখনও উৎফুল্ল দলটি। এখনও ময়দানে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে চাচ্ছে। আর প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচেও সেরাটা দিতে প্রস্তুত দলটি, স্বপ্ন দেখছে বাংলাদেশকে হারিয়ে দেওয়ারও।
মূল পর্বে যেতে কত ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে?
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে পিএনজি। আর এই ম্যাচেই মাহমুদউল্লাহ রিয়াদের দলকে চমকে দিতে চায় ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর এমন আত্মবিশ্বাসের পেছনে পিএনজির অনুপ্রেরণা স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম হার। নিজেদের শেষ ম্যাচে ‘অঘটন’ ঘটিয়ে দেওয়ার কথা শুনিয়েছেন দলটির অলরাউন্ডার চার্লস আমিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পিএনজির শুরুটা হয়েছে বাজে হারে। সহ-আয়োজক ওমানের কাছে ১০ উইকেটে হার মানে তারা। দ্বিতীয় ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও স্কটিশদের কাছে হারতে হয় ১৭ রানে। যে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে, সেই তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা মূলত আত্মবিশ্বাসী করে তুলেছে পিএনজিকে। সে কারণেই বাংলাদেশকে চমকে দেওয়ার সাহস দেখাচ্ছে দলটি।
আমিনি বলেন, ‘আমরা যদিও প্রথম দুই ম্যাচ হেরেছি, তারপরও এখনও সুযোগ আছে। স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে (বাংলাদেশকে হারিয়ে)। আমরা বিশ্বাস করি, আমাদেরও ঠিক একই কাজ (বাংলাদেশকে হারানো) করার সামর্থ্য আছে।’
বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে সেটা যে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় প্রাপ্তি হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমিনির কাছে বাংলাদেশের বিপক্ষে খেলাটাই অনেক বড় ব্যাপার, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা খেলতে যাচ্ছি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা দলের বিপক্ষে। যদিও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছে, তারপরও তারা খুবই ভালো দল। বাংলাদেশের বিপক্ষে খেলতে পেরে আমরা গর্বিত।’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস