Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইরিশদের উড়িয়ে মূল পর্বে এক পা দিয়ে রাখল শ্রীলংকা


২১ অক্টোবর ২০২১ ০০:২০

চাপের মুখে পাথুম নিশাঙ্কা ও ওয়েনিংডু হাসারাঙ্গার অসাধারণ এক জুটির পর বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন মহেশ শাকসিনা, লাহিরু কুমারারা। দুই মিলিয়ে শক্তির বিচারে অনেকটা এগিয়ে থাকা শ্রীলংকার বিপক্ষে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে আজ ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা।

এই জয়ে বিশ্বকাপের মূল পর্ব প্রায় নিশ্চিত লংকানদের। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে না হারলে পরবর্তী রাউন্ডে যেতে বাঁধা নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। কারণ শ্রীলংকানদের রান রেট ৩.১৬৫। গ্রুপের বাকি তিন দলের রানরেটই -১ এর নিচে।

বিজ্ঞাপন

বুধবার (২০ অক্টোবর) আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার ১৭১ রানের জবাব দিতে নেমে ৩১ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়ে ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেছেন অধিনায়ক অ্যান্ডি বালবর্নি ও কার্টিস ক্যাম্ফার।

কিন্তু এই দুজন ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল আইরিশরা। ৮৫ রানে চতুর্থ উইকেট হারানো আয়ারল্যান্ড ১৮.৩ ওভারে অলআউট হয়েছে ১০১ রানে। ৩৯ বলে ২টি করে চার ছয়ে ৪১ রান করেছেন বালবার্নি। ২৮ বলে ২ চারে ২৪ রান করেছেন ক্যাম্ফার। শ্রীলংকার হয়ে মহেশ শাকসিনা ১৭ রানে তিনটি ও লাহিরু কুমারা ২২ রানে দুটি উইকেট নেন।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গ্যারেথ ডেলানি। এই এক সিদ্ধান্তেই শ্রীলংকার সর্বনাশ মনে হচ্ছিল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নিজেদের তৃতীয় উইকেট হারায় শ্রীলংকা। লংকানদের দলীয় রান তখন মাত্র ৮। সেই বিপর্যয় থেকেই হাসারাঙ্গা ও নিশাঙ্কার পাল্টা আক্রমণ।

বিজ্ঞাপন

চতুর্থ ওভারে মাত্র ৮২ বল খেলে ১২৩ রান তোলেন দুজন। ধাক্কা কাটিয়ে শ্রীলংকার বড় স্কোর নিশ্চিত হয়েছে তাতেই। হাসারাঙ্গা মাত্র ৪৭ বল খেলে ৭১ রান করে আউট হয়েছেন। তার ইনিংসে চার ১০টি, ছক্কা ১টি। ওপেনার নিশাঙ্কা ৪৭ বলে ৬টি চার ১টি ছয়ে ৬১ রান করেন।

শেষ দিকে শ্রীলংকার টপাটপ উইকেট হারালেও অধিনায়ক দাসুন শানাকা ১১ বলে ২টি চার ১টি ছক্কায় ২১ রান করে লংকানদের সংগ্রহ বড় করেছেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে শ্রীলংকা। আয়ারল্যান্ডের হয়ে জোশ লিটল ২৩ রান খরচায় নিয়েছেন চার উইকেট।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর