Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুর ধাক্কা কাটিয়ে শ্রীলংকার ১৭১


২০ অক্টোবর ২০২১ ২২:২৬

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই শ্রীংকাকে ভড়কে দিয়েছিল আয়ারল্যান্ড। মাত্র ৮ রানে শ্রীলংকার তিন উইকেট তুলে নেন আইরিশরা। তবে এরপর পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত এক জুটিতে বড় সংগ্রহই পেয়েছেন লংকারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রানের সংগ্রহ গড়েছে প্রথমে ব্যাটিং করতে নামা শ্রীলংকা।

বুধবার (২০ অক্টোবর) আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গ্যারেথ ডেলানি। এই এক সিদ্ধান্তেই শ্রীলংকার সর্বনাশ মনে হচ্ছিল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নিজেদের তৃতীয় উইকেট হারায় শ্রীলংকা। লংকানদের দলীয় রান তখন মাত্র ৮। সেই বিপর্যয় থেকেই হাসারাঙ্গা ও নিশাঙ্কার পাল্টা আক্রমণ।

বিজ্ঞাপন

চতুর্থ ওভারে মাত্র ৮২ বল খেলে ১২৩ রান তোলেন দুজন। ধাক্কা কাটিয়ে শ্রীলংকার বড় স্কোর নিশ্চিত হয়েছে তাতেই। হাসারাঙ্গা মাত্র ৪৭ বল খেলে ৭১ রান করে আউট হয়েছেন। তার ইনিংসে চার ১০টি, ছক্কা ১টি। ওপেনার নিশাঙ্কা ৪৭ বলে ৬টি চার ১টি ছয়ে ৬১ রান করেন।

শেষ দিকে শ্রীলংকার টপাটপ উইকেট হারালেও অধিনায়ক দাসুন শানাকা ১১ বলে ২টি চার ১টি ছক্কায় ২১ রান করে লংকানদের সংগ্রহ বড় করেছেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে শ্রীলংকা। আয়ারল্যান্ডের হয়ে জোশ লিটল ২৩ রান খরচায় নিয়েছেন চার উইকেট।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলংকা-আয়ারল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর