ওমানের বিপক্ষে নাইম ইন, সৌম্য আউট
১৯ অক্টোবর ২০২১ ২০:০৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ২০:১৪
বিশ্বকাপের মূল পর্বের দৌড়ে টিকে থাকতে ওমানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তরুণ ওপেনার নাইম শেখকে ফিরিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকারের বদলে ডাকা হয়েছে নাইমকে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বড় বিপদে পড়েছে বাংলাদেশ। যোজন যোজন পিছিয়ে থাকা স্কটিশদের বিপক্ষে হারে যতো সমালোচনা হয়েছিল তার বেশিরভাগই নাইম শেখকে বসিয়ে সৌম্যকে খেলানো নিয়ে।
চলতি বছর বাংলাদেশ যতোগুলো টি-টোয়েন্টি খেলেছে প্রতিটিতেই ওপেনার হিসেবে খেলেছেন নাইম। অথচ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাকে বসিয়ে ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হয় সৌম্যকে। দুটি প্রস্তুতি ম্যাচে ত্রিশোর্ধ্ব রান করেছিলেন সৌম্য। সে জন্যই তাকে একাদশে ডাকা। তবে স্কটল্যান্ডের বিপক্ষে সৌম্য ব্যর্থ হয়েছেন আরও একবার। ফলে দ্বিতীয় ম্যাচে এই জায়গায় পরিবর্তন অনুমিতই ছিল।
বোলিং আক্রমণেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। স্কটল্যান্ডের বিপক্ষে স্পিনাররা দারুণ বোলিং করেছেন বলে পেসার তাসকিন আহমেদকে বসিয়ে তরুণ স্পিনার নাসুম আহমেদকে খেলানোর কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য এই জায়গায় পরিবর্তন আসেনি। ওপেনিং পজিশনের ওই একটি পরিবর্তন নিয়েই আজকের ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/