বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল স্কটল্যান্ড
১৯ অক্টোবর ২০২১ ১৯:২৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৯:৫৫
শক্তির বিচারে পাপুয়া নিউগিনির চেয়ে অনেকটাই এগিয়ে স্কটল্যান্ড। একদিন আগে বাংলাদেশের মতো শক্ত প্রতিপক্ষকে হারানো স্কটিশরা আত্মবিশ্বাসেও ছিল টইটুম্বর। সব মিলিয়ে প্রত্যাশিত জয়ই পেল স্কটল্যান্ড। বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ১৭ রানের জয় পেয়েছে স্কটল্যান্ড।
এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে গেল স্কটিশরা। প্রথম পর্বে নিজেদের তিন ম্যাচের প্রথম দুটিতেই জয় পাওয়া দলটির পয়েন্ট দাঁড়াল ৪। শেষ ম্যাচে ওমানকে হারাতে পারলে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যাবে স্কটল্যান্ড। ওমানের বিপক্ষে হারলেও পরের রাউন্ডে যাওয়ার ভালো সম্ভবনা থাকবে দলটি।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে ১৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই কোমড় ভেঙে যায় পাপুয়া নিউগিনির। ৩৫ রানে পাঁচ উইকেট হারায় দলটি। ম্যাচটা সেখানেই স্কটল্যান্ডের হাতে চলে এসেছিল। সাতে নেমে নুরমান ভানুয়া ৩৭ বলে ৪৭ রানের একটা ইনিংস খেললে মনে হচ্ছিল কিছু একটা হলেও হতে পারে। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি।
তিন বল বাকি থাকতে ১৪৮ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউগিনি। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন সেস বাউ। স্কটল্যান্ডের হয়ে জোশ ডেভি ১৮ রানে চার উইকেট নিয়েছেন।
এর আগে স্কটল্যান্ডের ১৬৫ রানের সংগ্রহে বড় অবদান রিচি বেরিংটনের। ২২ রানের ওপেনিং জুটির পর ৪ রানের ব্যবধানে ফিরেছেন স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মানজি ও কাইল কোয়েটজার। স্কটিশদের বড় সংগ্রহের নিশ্চয়তা হয়েছে তার পরেই। তৃতীয় উইকেটে ম্যাথু ক্রসকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন রিচি বেরিংটন।
ক্রস অনেকটা রয়েসয়ে খেললেও মাঝের ওভারগুলোতে ঝড় তুলেছিলেন বেরিংটন। শেষ পর্যন্ত ৪৯ বল খেলে ৬ চার ৩ ছয়ে ৭০ রান করে ফিরেছেন স্কটিশ তারকা। ক্রস ৩৬ বলে ২টি করে চার ছয়ে ৪৫ রান করেছেন। শেষ দিকে অবশ্য এই ধারাটা অব্যাহত রাখতে পারেনি স্কটল্যান্ড। শেষ দিকে ১২ রানে পাঁচ উইকেট হারানো স্কটল্যান্ড শেষ পর্যন্ত থেমেছে ৯ উইকেটে ১৬৫ রানে।
পাপুয়া নিউগিনির হয়ে কবুয়া মোরিয়া ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। চাদ সোপার ৪ ওভারে ২৪ রানে তিনটি উইকেট নিয়েছেন।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট স্কটল্যান্ড-পাপুয়া নিউগিনি