আত্মবিশ্বাসী স্কটল্যান্ডের ১৬৫
১৯ অক্টোবর ২০২১ ১৮:০৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৮:১৩
চার রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া স্কটল্যান্ডের হয়ে দাঁড়িয়ে গেলেন রিচি বেরিংটন। মাঝের ওভারগুলোতে রীতিমতো ঝড় তুলেছেন স্কটিশ তারকা। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ম্যাথু ক্রস। শেষ দিকে অবশ্য টপাটপ উইকেট হারিয়েছে স্কটল্যান্ড, তবুও পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৬৫ রানের বড় স্কোর গড়েছে দলটি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়েছে স্কটল্যান্ড। আত্মবিশ্বাসে টইটুম্বর ছিল স্কটিশরা। ওমানের বিপক্ষে সেটা দেখালও দলটি।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে ২২ রানের ওপেনিং জুটির পর ৪ রানের ব্যবধানে ফিরেছেন স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মানজি ও কাইল কোয়েটজার। স্কটিশদের বড় সংগ্রহের নিশ্চয়তা হয়েছে তার পরেই। তৃতীয় উইকেটে ম্যাথু ক্রসকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন রিচি বেরিংটন।
ক্রস অনেকটা রয়েসয়ে খেললেও মাঝের ওভারগুলোতে ঝড় তুলেছিলেন বেরিংটন। শেষ পর্যন্ত ৪৯ বল খেলে ৬ চার ৩ ছয়ে ৭০ রান করে ফিরেছেন স্কটিশ তারকা। ক্রস ৩৬ বলে ২টি করে চার ছয়ে ৪৫ রান করেছেন। শেষ দিকে অবশ্য এই ধারাটা অব্যাহত রাখতে পারেনি স্কটল্যান্ড। শেষ দিকে ১২ রানে পাঁচ উইকেট হারানো স্কটল্যান্ড শেষ পর্যন্ত থেমেছে ৯ উইকেটে ১৬৫ রানে।
পাপুয়া নিউগিনির হয়ে কবুয়া মোরিয়া ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। চাদ সোপার ৪ ওভারে ২৪ রানে তিনটি উইকেট নিয়েছেন।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/