শ্রীলংকায় চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশের সূচি চূড়ান্ত
১৯ অক্টোবর ২০২১ ১৫:০০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৫:০২
সাফ চ্যাম্পিয়নশিপে লড়াই করে বিদায় নেওয়ার পর আরও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। শ্রীলংকায় চার দেশ নিয়ে বসতে যাচ্ছে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফি।
এই টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলংকার সঙ্গে আরও থাকছে বাংলাদেশ, মালদ্বীপ এবং সেশেলস।
প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির সময়সূচি চূড়ান্ত হয়েছে ইতোমধ্যেই। যা মঙ্গলবার (১৯ অক্টোবর) শ্রীলংকান ফুটবল ফেডারেশন প্রকাশও করেছে।
শ্রীলংকার রেস কোর্স স্টেডিয়ামে ৮ নভেম্বর উদ্বোধোনী ম্যাচে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সেশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১১ নভেম্বর মালদ্বীপ এবং ১৪ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। আর স্বাগতিকদের বিপক্ষের ম্যাচটি মাঠে গড়াবে রাত সাড়ে ৯টায়।
১৭ নভেম্বর সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
আপাতত বাংলাদেশ দলের সবাই ছুটিতে আছে। শিগগিরই দলের অনুশীলন শুরু হবে। কোচ হিসেবে অস্কার ব্রজনের থাকাটা অনেকটাই নিশ্চিত। এনিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হওয়ার কথা আছে।
সারাবাংলা/এসএস
প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন