Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল পর্বে যেতে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ


১৯ অক্টোবর ২০২১ ১৩:১৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৬:১৬

টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ শুরুতেই ব্যাকফুটে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে মাহমুদউল্লাহর দল। এতে করে বিশ্বকাপের মূল পর্বে অর্থাৎ সুপার টুয়েলভে যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

প্রথম পর্বে বাংলাদেশকে খেলতে হচ্ছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। তারপর টেবিলের সেরা দুই দল যাবে সুপার টুয়েলভে। ইতোমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি দল। তাতে স্কটল্যান্ড, ওমান জিতেছে, বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনি জয়শূন্য। অর্থাৎ ওমান ও স্কটল্যান্ডের পয়েন্ট এখন ২ করে, বাংলাদেশ, পাপুয়া নিউ গিনির পয়েন্ট শূন্য।

বিজ্ঞাপন

এই অবস্থা থেকে চার পয়েন্টের বেশি তুলতে পারবে না বাংলাদেশ, কারণ তিন ম্যাচের প্রথমটিতে হারা বাংলাদেশের বাকিই আছে আর দুটি ম্যাচ। চার পয়েন্ট হতে পারে ওমান, স্কটল্যান্ডেরও। ইতোমধ্যেই দুটি করে পয়েন্ট তুলে নিয়েছে দুটি দল। স্কটল্যান্ড বাকি দুই ম্যাচে পাপুয়া নিউগিনি ও ওমানের যে কোনো একটা দলকে হারতে পারলে তাদের পয়েন্ট হবে চার। আবার ওমান তাদের বাকি দুই ম্যাচে বাংলাদেশ বা স্কটল্যান্ডের মধ্যে একটিতে জিতলে তাদের পয়েন্টও হবে চার। তেমনটি হলে বিপদ বাড়বে বাংলাদেশের।

পয়েন্ট সমান হলে নেট রান রেটে এগিয়ে থাকা দলগুলো যাবে পরের রাউন্ডে। আর এই নেট রান রেটে ওমানের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৬ বল হাতে রেখে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটে জেতা ওমান এগিয়ে ৩.১৩৫ রান রেটে। বাংলাদেশকে হারানো স্কটল্যান্ড এগিয়ে ০.৩০০ রান রেটে। সেখানে বাংলাদেশের রান রেট -০.৩০০। পাপুয়া নিউগিনির -৩.১০৫। অর্থাৎ রান রেটের হিসেবে ওমান ও স্কটল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। ফলে রান রেট বাড়াতে না পারলে বাকি দুই ম্যাচ জিতেও প্রথম পর্বেই শেষ হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

আবার স্কটল্যান্ড যদি পাপুয়া নিউগিনির সঙ্গে ওমানকে হারিয়ে দেয় পরে বাংলাদেশও যদি ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জেতে তাহলে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে উঠবে বাংলাদেশ। কারণ ওমানের পয়েন্ট দুই-ই থাকবে, বাংলাদেশের হবে চার আর স্কটল্যান্ডের ছয়। এই পন্থায় পরবর্তী রাউন্ডে যেতে হলে নিজেদের জয়ের পাশাপাশি স্কটল্যান্ডের বিপক্ষে ওমানের হার কামনা করতে হবে বাংলাদেশকে। তবে সবার আগে নিজেদের বাকি দুই ম্যাচ জিততে হবে। পারবে মুহমুদউল্লাহর দল?

বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স এবং স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশ জিতবে এমন কথা জোর দিয়ে বলার সুযোগ কম। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ওমানের বিপক্ষে মাঠে নামছে আজ রাতে। তার আগে স্কটল্যান্ড-পাপুয়া নিউগিনির ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেলে। এই ম্যাচেও নিশ্চয় নজর থাকবে বাংলাদেশিদের।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ পয়েন্ট টেবিল বাংলাদেশ ক্রিকেট মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর