Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২১ ১১:৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হার দিয়ে। এদিকে প্রথম রাউন্ডের চার দলের মধ্যে কেবল দুটি দলই সুপার টুয়েলভ খেলবে। স্কটল্যান্ড এবং ওমান নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় শঙ্কা জেগেছে বাংলাদেশের সুপার টুয়েলভে যাওয়া নিয়ে। তাই তো ওমানের বিপক্ষের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচ পা হড়কালে বিশ্বকাপ যাত্রা থমকে যেতে পারে বাংলাদেশের। এমন সব শঙ্কা নিয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারার পর দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের ধারে কাছে নেই ওমান। তবে স্কটল্যান্ড বিপর্যয়ের পর বদলে গেছে সব সমীকরণ। আর একবার পা হড়কালেই বিশ্বকাপে দর্শক বনে যেতে পারে বাংলাদেশ।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ শেষ দিকে তাসকিন-মোস্তাফিজুরদের ছন্নছাড়া বোলিং আর শুরুতে লিটন-সৌম্যেদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। এরপর সাকিব-মুশফিক আর রিয়াদদের মন্থর ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৬ রানের ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। এমন হারের পর দায়টা পড়েছে ব্যাটারদের ওপরেই। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি দুষলেন তিন সিনিয়র ক্রিকেটারকেই।

৩ সিনিয়রের ব্যাটিংয়েই ম্যাচ হেরেছি: পাপন

সোমবার (১৮ অক্টোবর) কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিসিবি সভাপতি। ওমানের মাস্কাটে হোটেলের সামনে দাঁড়িয়ে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের এমন হারে পাপন দায় চাপান তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচের ওপর।

তবে ওমানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কোচ ডমিঙ্গো জানালেন, এই খেলোয়াড়দের উপর পুরো আস্থা আছে তার, ‘আপনি বলতে পারেন না তারা দায়ী। তারা বিশ্বমানের খেলোয়াড়। তারা জানে তারা যেমন খেলেছে সেটা তাদের মান নয়। তারা বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। মাত্র মাসখানেক আগেই রিয়াদ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে। প্রস্তুতি ম্যাচগুলো না খেলায় সে একটু জড়তায় ভুগেছে। কিন্তু সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে পারি না। তাদের বড় পারফরম্যান্স এই এলো বলে।’

বিজ্ঞাপন

তিন সিনিয়রের সাফাই গাইলেন ডমিঙ্গো

শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি নন রাসেল ডমিঙ্গোও। বাংলাদেশ কোচ বলেন, ‘ফল নিয়ে অবশ্যই হতাশ। ১৩-১৪ ওভার পর্যন্ত আমরা ভালোই খেলেছিলাম, বোলিং ভালো হচ্ছিল। এরপর কিছু ভুলের কারণে ওরা (স্কটল্যান্ড) চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে। আমরা ব্যাটিং ভালো করিনি। তবে ভুলগুলো থেকে আমরা শিখেছি। ওমানের সঙ্গে সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না।’

স্কটিশদের কাছে হারের পর সকলের ধারণা ওমানের বিপক্ষে দলে আসতে পারে পরিবর্তন। আর সবার সঙ্গে এক মতই যেন পোষণ করলেন টাইগার কোচও।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বললেন, ‘সিদ্ধান্তটি কঠিন ছিল (নাঈমকে বাইরে রাখা)। সৌম্য কালকে খেলেছে কারণ মাহমুদউল্লাহ রিয়াদ বোলিং করতে পারত না। আফিফ ছাড়া তাই আমাদের ষষ্ঠ বোলার কেউ ছিল না। আমরা ভেবেছি, যদি শিশির পড়ে এবং স্পিনারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে ওঠে, অন্য কারও সিম বোলিংয়ের প্রয়োজন হতে পারে। সৌম্য তা পারত এবং একমাত্র এই কারণেই সে গতকাল খেলেছে।’

‘নাঈম আমাদের জন্য দুর্দান্ত করে আসছে। কিন্তু পিঠের অস্বস্তির কারণে রিয়াদ বোলিং করতে না পারায় বোলিংয়ের আরেকজন বিকল্প আমাদের দরকার ছিল। এখন রিয়াদ ফিট এবং বোলিং করতে পারবে, যদি আগামীকাল প্রয়োজন হয়। আমরা তাই নাঈমকে একাদশে ফেরাতে পারব।’—যোগ করেন ডমিঙ্গো।

একাদশে ফিরছেন নাঈম— ইঙ্গিত ডমিঙ্গোর

এদিকে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য মরিয়া হয়ে আছে ওমান। স্বাগতিকরা বাংলাদেশকে হারাতে চায়। ম্যাচের আগে দলটির লেগ স্পিন অলরাউন্ডার খাওয়ার আলি জানিয়েছেন, বাংলাদেশের রান তাড়ায় দুর্বলতা আছে।

তিনি বলেছেন, ‘রান তাড়াতে বাংলাদেশকে দুর্বল মনে হচ্ছে। দেখা যাচ্ছে তাদের ব্যাটাররা ফর্মে নেই। আমরা বলতে পারি তারা চাপেই আছে। কিন্তু আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। আশা করছি ফলাফল আমাদের দিকেই আসবে।’

নিজেদের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘পাপুয়া নিউ গিনির বিপক্ষে আমরা যেমন আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি, সেটা ধরে রাখা নিয়েই আমরা ভাবছি। এভাবে খেলে সফল হতে পারবো, এটা আমাদের জানা আছে। তাই এখানে কোনো পরিবর্তন আনার কথা এখন ভাবছি না।’

মাহমুদউল্লাহ রিয়াদরা যে চাপে আছেন সেটিও মনে করিয়ে দিয়েছেন খাওয়ার, ‘বাংলাদেশ আগের ম্যাচ হেরেছে। তারা খুব চাপে আছে। এই ম্যাচ জিততে তারা মরিয়া থাকবে। তবে আমরা ইতিবাচক থাকব। আমাদের অনেক অলরাউন্ডার আছে। এটা একটা শক্তি। দলের অনেকেই এক সঙ্গে খেলছে অনেক দিন ধরে। এটাও আমাদের একটা শক্তির জায়গা।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওমান বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় ম্যাচ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর