Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ সিনিয়রের সাফাই গাইলেন ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২১ ১০:১৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১১:৪৭

স্কটিশদের কাছে লজ্জার হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সরাসরিই আঙুল তুলেছেন তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচের দিকে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের মন্থর ব্যাটিংটাই বিসিবি বসের কাঠ গড়াতে। তবে বিসিবি সভাপতি এই তিন ক্রিকেটারকে দুষলেও শিষ্যদের আগলে রেখে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বললেন, তারা আমাদের চ্যাম্পিয়ন ক্রিকেটার। ডমিঙ্গো বিশ্বাস করেন তার সিনিয়র এই তিন ক্রিকেটারই বড় ভূমিকা রাখবে দলের জয়ে।

বিজ্ঞাপন

স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া মাত্র ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। এরপর দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম উইকেটে আসেন। তবে তাদের খেলার ধরণ ছিল না টি-টোয়েন্টি ঘরানার। একের পর এক ডট বল খেলে দলের ওপর চাপ এনেছেন। মুশফিক যদিও শেষ পর্যন্ত বলের চেয়ে রান বেশি করেছিলেন কিন্তু সাকিব বলের সঙ্গে পাল্লা দিয়ে তুলতে পারেননি রান।

বিজ্ঞাপন

৩ সিনিয়রের ব্যাটিংয়েই ম্যাচ হেরেছি: পাপন

সোমবার (১৮ অক্টোবর) কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিসিবি সভাপতি। ওমানের মাস্কাটে হোটেলের সামনে দাঁড়িয়ে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের এমন হারে পাপন দায় চাপান তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচের ওপর।

তবে ওমানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কোচ ডমিঙ্গো জানালেন, এই খেলোয়াড়দের উপর পুরো আস্থা আছে তার, ‘আপনি বলতে পারেন না তারা দায়ী। তারা বিশ্বমানের খেলোয়াড়। তারা জানে তারা যেমন খেলেছে সেটা তাদের মান নয়। তারা বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। মাত্র মাসখানেক আগেই রিয়াদ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে। প্রস্তুতি ম্যাচগুলো না খেলায় সে একটু জড়তায় ভুগেছে। কিন্তু সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে পারি না। তাদের বড় পারফরম্যান্স এই এলো বলে।’

একাদশে ফিরছেন নাঈম— ইঙ্গিত ডমিঙ্গোর

ডমিঙ্গোর কাছে জানতে চাওয়া হয় সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য সম্পর্কে। তবে বেশ চতুরতার সঙ্গে তা এড়িয়ে ডমিঙ্গো বলেন, ‘এখানে আমি সভাপতির কথা নিয়ে কথা বলতে আসিনি। সবারই ব্যক্তিগত মতামত আছে। কিন্তু আমি কোনো খেলোয়াড়ের সমালোচনা করবো না। আমার নিজের দলের ওপর পুরোপুরি বিশ্বাস আছে। দলের বাইরে কি ঘটছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই মুহূর্তে আমার সম্পূর্ণ ফোকাস দলের ওপর। এবং আগামীকালকের ম্যাচের ওপর।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ নাজমুল হাসান পাপন মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম রাসেল ডমিঙ্গো সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর