Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ সিনিয়রের ব্যাটিংয়েই ম্যাচ হেরেছি: পাপন

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২১ ২৩:২৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১১:২০

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে পরাজয় বরণ করেছে বাংলাদেশ দল। টাইগারদের এমন হারে হতাশা ছেয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে। তিনি কিছুতেই এই হার মেনে নিতে পারছেন না। আর এমন হারের দায়টা টাইগারদের সভাপতি চাপিয়েছেন তিন সিনিয়রের ব্যাটিং অ্যাপ্রোচের ওপর।

স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া মাত্র ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। এরপর দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম উইকেটে আসেন। তবে তাদের খেলার ধরণ ছিল না টি-টোয়েন্টি ঘরানার। একের পর এক ডট বল খেলে দলের ওপর চাপ এনেছেন। মুশফিক যদিও শেষ পর্যন্ত বলের চেয়ে রান বেশি করেছিলেন কিন্তু সাকিব বলের সঙ্গে পাল্লা দিয়ে তুলতে পারেননি রান।

বিজ্ঞাপন

তিনে নামা সাকিব আল আল হাসান ২৮ বলে করেন ২০ রান। অন্যদিকে চারে নামা মুশফিকুর রহিম প্রথম ২০ বলে ১৪ রান করলেও শেষ পর্যন্ত ৩৬ বলে করেন ৩৮ রান করে ফেরেন ড্রেসিংরুমে। তাদের ফেরার পর টাইগারদের যখন ওভারপ্রতি ১০ রানের প্রয়োজন তখন ব্যাট হাতে দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ করলেন ২২ বলে ২৩ রান।

সোমবার (১৮ অক্টোবর) কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিসিবি সভাপতি। ওমানের মাস্কাটে হোটেলের সামনে দাঁড়িয়ে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের এমন হারে পাপন দায় চাপান তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচের ওপর।

বিসিবি সভাপতি বলেন, ‘স্কটল্যান্ডের সঙ্গে এভাবে হেরে যাবো কখনো চিন্তাও করিনি। তবু হারা-জেতা নিয়ে আমার কথা না। টি-টোয়েন্টিতে যেকোনো দল যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। কিন্তু যে জিনিসটাতে আমি বেশি আশ্চর্য হয়েছি এবং কষ্ট পেয়েছি সেটা হচ্ছে আমাদের ক্রিকেটারদের অ্যাপ্রোচ এবং অ্যাটিচ্যুড। কোনোটাই ঠিক ছিল না। এখানে আসলে পুরোটাই আমাদের জন্য হতাশা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মানে কখনো চিন্তাও করা হয়নি যে আমরা স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা হারতে পারি। আমরা শ্রীলংকার সঙ্গে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের কাছে হেরেছি। কিন্তু তখনও আমাদের মনে হয়েছে সে আমাদের প্রধান চারজন খেলোয়াড় নেই। তামিম নেই (বিশ্বকাপেই সে নেই), সাকিব নেই, রিয়াদ নেই (ইনজুরির জন্য), মোস্তাফিজ নেই। একটা দলের প্রধান তিন বা চারটা খেলোয়াড় না খেললে এমনতা হতেই পারে। কিন্তু কাল তো সমস্যাটা ছিল না। কাল তো আমাদের ফুল টিমই ছিল। সে জায়গাটায় আমরা এভাবে হেরে যাবো, এটা কোনো ভাবে কল্পনা মানে কখনো চিন্তাতেও আসেনি মাথায়। সত্যি কথা বলতে আমরা কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সঙ্গে আমরা হারতে পারি।’

তবে এই হারের জন্য বিসিবি সভাপতি দোষটা চাপিয়েছেন সিনিয়র তিন ক্রিকেটারের ওপরেই। তাদের খেলার ধরণই প্রশ্নবিদ্ধ ছিল বলে মনে করছেন পাপন।

তিনি বলেন, ‘কেন হেরে গেলাম। ব্যাসিক জিনিসটা হলো হারা জিতা নিয়ে আমি কখনো চিন্তিত না। ক্রিকেটে এমনটা হতেই পারে। বিশেষ করে টি-টোয়েন্টিতে এটা হয়। কিন্তু আমার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হলো টিম অ্যাপ্রোচ। প্রথম ছয় ওভারের সুবিধা নিতে গেলে মারতে হবে, সেখানে উইকেট পড়বে। কিছু যায় আসে না। কিন্তু দুটো উইকেট পড়ার পর আমাদের ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে সাকিব, মুশফিক এবং রিয়াদ। প্রথম দুজন বাদই দিলাম। তিন, চার ও পাঁচ। সেখানেই তো আমরা ম্যাচ হেরে গিয়েছি। এভাবে খেলে তো আমরা ১৪০ তাড়া করতে পারব না।’

বিশ্বকাপের বাকি ম্যাচ জিততে হলে ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে বলে পরামর্শ বিসিবি বসের।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

আরও পড়ুন: ৪ বলে ৪ উইকেট: রশিদ-মালিঙ্গার স্মৃতি ফিরিয়ে আনলেন ক্যাম্পার

সারাবাংলা/এসএস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর