লক্ষ্যটা বিশ্বকাপ জয়ে ঠিক করেছেন স্টার্ক
১৮ অক্টোবর ২০২১ ১৫:৪২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১৫:৪৩
২০২০ সালের শুরু থেকে সর্বশেষ বাংলাদেশ সিরিজ পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১৬টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বেশ বাজে ফর্মের মধ্য দিয়েই যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাম্প্রতিক এই ফর্ম কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন দলের অন্যতম সেরা তারকা মিচেল স্টার্ক।
তবে দলের সাম্প্রতিক ফর্ম দিয়ে অস্ট্রেলিয়াকে বিবেচনা না করতে প্রতিপক্ষকে জানিয়ে দিলেন মিচেল স্টার্ক। তার দল সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে, শুরু করেছে অনুশীলনও। আর নিজেদের লক্ষ্যটা স্থির করেছেন বিশ্বকাপ জয়ের জন্যই।
স্টার্ক বলেন, ‘শেষ তিন বছর ধরে আমরা আমাদের প্রধান দলকে এক সঙ্গে পাইনি। পূর্ণ শক্তির দল নিয়ে আমরা খেলতে পারিনি বলেই আমাদের দলের পারফরম্যান্স এমন হয়েছে। তবে এখন আমরা আমাদের পূর্ণ শক্তির দল পেয়েছে। আর আমরা লক্ষ্য স্থির করেছি বিশ্বকাপ জয়ের দিকে।’
শেষ এক বছর যাবত অজিদের টি-টোয়েন্টির পরিসংখ্যান বেশ বাজে। শেষ ১০ ম্যাচে কেবল দুটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে অজিরা। ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের সিরিজে চারটি ম্যাচ হারের বিপরীতে জিতেছিল একটি আর বাংলাদেশেও সিরিজ হারিয়েছে একই ব্যবধানে।
স্টার্ক আরও বলেন, ‘আমাদের দল এখন অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে গড়া। হ্যাঁ, আগের দুই সিরিজ আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। তবে তখন আমাদের পূর্ণ শক্তির দল ছিল না কিন্তু এখন আমাদের দল পূর্ণ শক্তির। কেউ কেউ তো আইপিএল শেষ করে দারুণ ফর্ম নিয়েই বিশ্বকাপের দলের যোগ দিয়েছে।’
বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-১ এ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করবে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে কেবল পাঁচটি ম্যাচ, এরপরেই সেমিফাইনাল আর ফাইনাল। অর্থাৎ বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে কেবল ৭টি ম্যাচ।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী শনিবার শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন।
‘নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই খেলতে হবে এখানেই। প্রোটিয়াদের বিপক্ষে আমাদের ভালো খেলতেই হবে। আমরা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করতে পারিনি তাই আমাদের নজর এখন নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিকেই।’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপ মিচেল স্টার্ক