Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইরিশদের বিপক্ষে এগিয়ে ডাচরা

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২১ ১৪:৪৯

ওমান ও পাপুয়া নিউ গিনির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে লড়াইয়ে নামবে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

আজ দিনের প্রথম খেলায় একে অপরের বিপক্ষে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। যে লড়াইয়ে নামার আগে আইরিশদের চেয়ে মানসিকভাবে একটু হলেও এগিয়ে আছে নেদারল্যান্ডস।

আইসিসি’র টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আয়ারল্যান্ড যেখানে ১২ নম্বরে বিপরীতে নেদারল্যান্ডসের অবস্থান ১৭-তে। র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও মানসিকভাবে এগিয়ে থাকবে নেদারল্যান্ডসরা। কেননা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দুই দেখাতেই আইরিশদের নাস্তানাবুদ করেছিল ডাচরা। এ ছাড়া সবশেষ দেখাতেও জয়ের হাসি হেসেছিল নেদারল্যান্ডস।

দুই দলের আগের ১২ দেখায় জয়ের পাল্লা ভারী নেদারল্যান্ডসের দিকেই। ৭ জয় তাদের। বিপরীতে ৪ জয় পেয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে যেখানে সর্বোচ্চ রান কেভিন ও’ব্রায়েন (১২ ম্যাচ, ২৪৫ রান)। নেদারল্যান্ডের পক্ষে এই তালিকায় আছেন বেন কুপার ( ৯ ম্যাচ, ২৮৭ রান)। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আইরিশদের হয়ে আছেন জর্জ ডকরেল (১১ ম্যাচ, ১৬ উইকেট), পল ফন মিকিরেন (৭ ম্যাচ, ১৪ উইকেট)।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর