Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কটিশ জয়োৎসবে থমকে গিয়েছিল মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলন

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২১ ১০:২৩

ছন্ন ছাড়া ক্রিকেট খেলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে বাংলাদেশের হার। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এলেন সংবাদ সম্মেলনে। এক সাংবাদিকের প্রশ্ন শেষে যখনই উত্তর দিতে যাবেন টাইগার দলপতি ঠিক তখনই ড্রেসিংরুম থেকে উদ্দাম জয়োল্লাস ভেসে আসা শুরু করল। স্কটল্যান্ডের জয়োল্লাসে খানিকটা সময় থমকে থাকতে হয়েছে টাইগার দলপতিকে।

সংবাদ সম্মেলনকক্ষ এবং ড্রেসিংরুম একদম কাছাকাছি হওয়ায় স্কটিশদের জয়োল্লাসের কয়েক মুহূর্তের জন্য থমকে যায় রিয়াদের কথা। ওই সময়টা চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেয়ে পার করছিলেন মাহমুদউল্লাহ। স্কটিশদের এই বিজয় উল্লাস তো মাহমুদউল্লাহর জন্য কাঁটা ঘায়ে নুনের ছিটা ।

বিজ্ঞাপন

স্কটিশ গেরো কাটল না, পরাজয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ

স্কটল্যান্ড ম্যাচের আগে থেকেই হুমকি ধমকি দিয়ে আসছিল। খেলার মাঠে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না বলেই জানিয়েছিল তারা। আর ময়দানে দেখা মিলল সেটারই। স্কটিশদের কাছে বাংলাদেশের ভরাডুবি।

আল আমেরাতের ব্যাটিং স্বর্গে মাত্র ১৪১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই যেন গা ছাড়া ভাবে খেলছিল টিম টাইগার্স। তাই তো হারের দায় এড়াতে পারলেন অধিনায়ক। অন্ধকার মুখ নিয়ে রিয়াদ বলছিলেন, ‘আমি হতাশ। এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। বারবারই বলছি, ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।’

টাইগার অধিনায়কের সংবাদ সম্মেলন শেষে এলেন জয়ী দলের অধিনায়ক কাইল কোয়েটজার। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বুক চওড়া করে বসলেন চেয়ারে। তখন মুখে চওড়া এক হাসি দিয়ে নিজের অনুভূতির কথা বললেন স্কটিশ অধিনায়ক। তিনি বললেন, ‘দারুণ লাগছে। এমন অর্জনের অংশ যে আমরা হতে পারি, সেই বিশ্বাস আমাদের ছিল। আজ সেটি করে দেখাতে পেরেছি।’

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

আরও পড়ুন: যে রেকর্ড শুধু সাকিবের

সবাইকে ছাড়িয়ে সাকিব

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম স্কটল্যান্ড মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর