ফিল্ডিংয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ
১৭ অক্টোবর ২০২১ ১৯:৩৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২২:০৭
ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়িয়েছে আজ। প্রথম দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রোববার (১৭ অক্টোবর) ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে বিশ্বকাপ খেলতে গেছেন টাইগাররা। তাছাড়া বাড়তি অনুশীলনের জন্য আগেভাগে বিশ্বকাপের দেশে পৌঁছেছে মাহমুদউল্লাহর দল।
অবশ্য বিশ্বকাপ শুরুর ঠিক আগের সময়টা অস্বস্তিরই কেটেছে। দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
স্কটল্যান্ড বাদে বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/