রান উঠল না বিশ্বকাপের শুরুতে
১৭ অক্টোবর ২০২১ ১৮:০৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৮:০৮
শুরুতেই দুই ওপেনারকে হারালেও অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির তৃতীয় উইকেট জুটিতে বড় রানের সম্ভবনা তৈরি করেছিল পাপুয়া নিউ গিনি। তবে এই জুটি ভাঙতেই যেন পথ হারিয়ে ফেলল দলটি। শেষ দিকে মুড়ি মুড়কির মতো উইকেট হারিয়ে ওমানের বিপক্ষে ১২৯ রানেই থেমেছে পাপুয়া নিউ গিনি।
রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমেরাত স্টেডিয়াম দলের খাতায় রান যোগ হওয়ার আগেই দুই ওপেনারকে হারায় টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা পাপুয়া নিউ গিনি। তারপর আমিনিকে নিয়ে তৃতীয় উইকেটে অধিনায়ক ভালার প্রতিরোধ। তৃতীয় উইকেটে ৮১ রান তোলেন দুজন।
ভালা ৪৩ বলে ৪টি চার ৩টি ছয়ে টুর্নামেন্টের প্রথম ফিফটি (৫৩) তুলে নিয়ে ফিরলে এই জুটি ভাংগে। দলীয় ১০২ রানের মাথায় আমিনি ফেরেন ২৬ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৭ রান করে। তারপরই যেন মড়ক লাগল পাপুয়া নিউ গিনির ইনিংসে।
ওমানি স্পিনার জিসান মাকসুদ ১৬মত ওভারে তুলে নেন তিন উইকেট। তারপর শুরুতে ব্রেকথ্রু এনে দেওয়া বেলাল খান ও খালেমুল্লাহও যোগ দেন উইকেট শিকারের মহড়ায়। ২৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারানো পাপুয়া নিউ গিনি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে থেমে যায়।
মাকসুদ ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। বেলাল খান ৪ ওভারে ১৬ রানে ও খালেমুল্লাহ ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন দুটি করে উইকেট।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/