Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিন্ন কন্ডিশনে পরের পর্বে যাওয়া কঠিন হতো বাংলাদেশের: মমসেন

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২১ ১১:০৯

রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে ওমান ও পাপুয়া নিউ গিনি’র মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। ওমানের প্লেয়িং কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। তাই তো গ্রুপ পর্ব পার করার লড়াইয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ ও শ্রীলংকা। তবে কন্ডিশন ভিন্ন হলে বাছাই পর্ব পার হওয়া কঠিন হতো বলে মন্তব্য করেছেন স্কটল্যান্ডের সাবেক ব্যাটার প্রেস্টন মমসেন।

বিজ্ঞাপন

এক সময় স্কটিশ হয়ে মাঠ মাতিয়েছেন এই ব্যাটার। ২০১৬ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটারের একটি কলাম প্রকাশিত হয়েছে আইসিসি’র ওয়েবসাইটে। সেখানে তিনি জানিয়েছেন, ওমানের কন্ডিশনের সঙ্গে মিল আছে বাংলাদেশ ও শ্রীলংকার কন্ডিশন। আর এই কারণেই পরের রাউন্ডে খেলবে এই দুই দল। তবে প্লেয়িং কন্ডিশন ভিন্ন হলে তিনি ফলাফল ভিন্ন হতে পারত বলেই মত তার।

‘ফিজ উঁচু মানের বোলার তবে আমরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত’

ওমানে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের বাছাই পর্ব। এখানকার উইকেটে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। এদিকে বাংলাদেশ এবং শ্রীলংকার বিশ্বকাপ স্কোয়াডের বড় শক্তির জায়গা স্পিন। তাই স্কটল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলছেন বাছাই পর্বের বাধা পাড় হতে কন্ডিশনের বাড়তি সুবিধা পাবে এই দুই দল।

প্রেস্টন মমসেন বলেন, ‘আমি মনে করি, শ্রীলংকা ও বাংলাদেশ দুই দলই পরের পর্বে খেলবে। যদি ভিন্ন কন্ডিশনে খেলা হতো তাহলে হয়তো আমি এমনটা ভাবতাম না। এখানকার কন্ডিশন প্রায় তাদের ঘরের মতোই।’

বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্যে এই দুই দলের মতোই বাছাই পর্বে অংশ নিচ্ছে স্কটল্যান্ড। মমসেন বলছেন, ‘এই পর্ব পাড় হয়ে মূল পর্বে খেলাটা স্কটিশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার বিশ্বাস সেটা ভালোভাবেই করতে পারবে স্কটল্যান্ড।’

বাংলাদেশকে ওমান-পিএনজির চেয়ে ওপরে দেখেন না স্কটল্যান্ড কোচ

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘লক্ষ্য থাকতে হবে (প্রাথমিক পর্বে) শীর্ষ দুইয়ে থেকে শেষ করা এবং আমি আত্মবিশ্বাসী তারা এটা পারবে। এরপর মূল পর্বে খেললে নিজেদের সেরাটা দিতে হবে। আমি নিশ্চিত তারা কোনো অঘটন ঘটাবে কারণ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে এবং দল হিসেবে তারা সত্যিই ভালো খেলছে। তাদের পরের রাউন্ডে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। শুধু ক্রিকেটারদের জন্যই নয়, পুরো স্কটল্যান্ড ক্রিকেটের উন্নতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

আরও পড়ুন:

মুশফিকের অফ ফর্মে চিন্তিত নয় অধিনায়ক

বার্জারের মন্তব্য ও প্রস্তুতির হার নিয়ে ভাবছে না বাংলাদেশ

সারাবাংলা/এসএস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম স্কটল্যান্ড

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর