Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেস্টারের কাছে হার রেড ডেভিলদের, জিতেছে সিটি, লিভারপুল ও চেলসি

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২১ ১০:২৫

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে আগুন ঝরানো পারফরম্যান্সের পর ক্লাব  ক্লাব ফুটবলে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিরেই লেস্টার সিটির বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড হেরে বসেছে ৪-২ গোলের ব্যবধানে। দলের হারের দিনে কিছুই করতে পারেননি পর্তুগিজ এই মহাতারকা। এদিকে দিনের অন্যান্য ম্যাচে লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং চেলসি নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে।

লেস্টারের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বিজ্ঞাপন

এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল না ম্যানচেস্টার ইউনাইটেড। যার মধ্যে দুটিতেই হেরেছে ওলে গানার শোলশায়ারের দল গত রাউন্ডে এভারটনের সঙ্গে ১-১ ড্রয়ের আগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছিল ১-০ গোলে।

সব প্রতিযোগিতা মিলিয়ে লেস্টারের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডের দলটি হারল টানা তিন ম্যাচ, সবগুলোই চলতি বছর।

ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন মেসন গ্রিনউড। ২৮তম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। জডান সানচোর পাসে রোনালদোর শট দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেল।

তবে এর মিনিট দুই পরে টিলেমানস দুর্দান্ত এক গোল করে লেস্টারকে সমতায় ফেরান। হ্যারি ম্যাগুয়ের বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান কেলেচি ইহেনাচো। তার পাসে ডি বক্সে ডান পায়ের শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান টিলেমানস।

বিজ্ঞাপন

এরপর ৭৮তম মিনিটে লেস্টারকে এগিয়ে নেন চালার সুইয়ুনজু। ৮৩তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। তবে ৫৪ সেকেন্ড পরই লেস্টারকে আবারও এগিয়ে নেন জেমি ভার্ডি। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান ৪-২ করেন প্যাটসন ডাকা।

অন্যদিকে, ঘরের মাঠে বার্নলিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের দ্বাদশ মিনিটেই ফিল ফোডেনের নিচু শট গোলরক্ষক নিক পোপ ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে জালে পাঠান বার্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধে পরের গোলটি করেন কেভিন ডি ব্রুইনে।

এদিকে ওয়াটফোর্ডের বিপক্ষে রবার্তো ফিরমিনোর হ্যাটট্রিক আর মোহাম্মদ সালাহ এবং সাদিও মানে গোল করেছেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াটফোর্ডকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে অল রেডরা।

ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে থমাস তুখেলের দল।

ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন বেন চিলওয়েল। দারুণ কিছু সেভ করে বড় অবদান রাখেন এডুয়ার্ড মেন্ডি। প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ নৈপুণ্যে একমাত্র গোলটি করেন চিলওয়েল। ডি-বক্সে আলগা বল পেয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার।

আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে চেলসির পয়েন্ট হলো ১৯। দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানো লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। বার্নলির বিপক্ষে ২-০ গোলে জেতা শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে। ১৫ পয়েন্ট নিয়ে চারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। লেস্টার সিটির মাঠে ৪-২ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ১ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে আছে।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি ম্যানচেস্টার সিটি লিভারপুল লেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর