Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফিজ উঁচু মানের বোলার তবে আমরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত’

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২১ ০৯:২৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১২:১৩

বিশ্বের বড়বড় ব্যাটাররা টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে সামলাতে হিমসিম খায়। তাকে সামলানোর জন্য আলাদা ছক কষে রাখেন আগে থেকেই। আর মাঠের খেলায় তাকে সমীহ তো করেনই। মাঠে প্রতিপক্ষ ব্যাটারকে চ্যালেঞ্জ জানাতে সবসময় সক্রিয় থাকেন ফিজ। তাকে সম্মান জানালেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্কটল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ক্যালাম ম্যাকলয়েড।

রোববার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিজ্ঞাপন

সুপার-১২ এ যাওয়ার রাস্তায় বাংলাদেশকে টপকাতে হবে স্কটল্যান্ডসহ ওমান এবং পাপুয়া নিউ গিনি (পিএনজি) বাধা। শক্তি সামর্থ্যের দিক দিয়ে স্কটিশদের চেয়ে ঢের এগিয়ে থাকা বাংলাদেশকে আত্মবিশ্বাসের কণ্ঠে হুমকি দিয়ে স্কটিশ কোচ শেন বার্জার বললেন, বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না।

এবার ম্যাচের ঠিক আগের দিন সংবাদসম্মেলনে স্কটল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ক্যালাম ম্যাকলয়েড জানালেন, মুস্তাফিজের বিপক্ষে খেলার আগে রোমাঞ্চই বেশি কাজ করছে। বাঁহাতি পেসারকে উল্টো কীভাবে চাপে চাপে রাখা যায়, সেটা নিয়ে ভাবছেন তারা।

তিনি বলেন, ‘আমি আজ তার বোলিং দেখেছি ভিডিওতে। অবশ্যই খুব উঁচু স্কিলের একজন বোলার। তবে এখানে আমাদের রোমাঞ্চের পেছনে এটাও একটা কারণ, আমরা বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারব। ইউনিট হিসেবে আমাদের এই আত্মবিশ্বাস আছে। আমাদের এমন স্কিল রয়েছে যে উল্টো ওদের চাপে ফেলা যাবে। আমরা এমনভাবে খেলব যেন প্রতিপক্ষকে চাপে ফেলতি পারি এবং আমাদের স্কিল বেশি কার্যকর হয়।’

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

আরও পড়ুন: বাংলাদেশকে ওমান-পিএনজির চেয়ে ওপরে দেখেন না স্কটল্যান্ড কোচ

মুশফিকের অফ ফর্মে চিন্তিত নয় অধিনায়ক

বার্জারের মন্তব্য ও প্রস্তুতির হার নিয়ে ভাবছে না বাংলাদেশ

সারাবাংলা/এসএস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম স্কটল্যান্ড

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর