মুশফিকের অফ ফর্মে চিন্তিত নয় অধিনায়ক
১৭ অক্টোবর ২০২১ ০২:১৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ০৯:৩১
বিশ্বকাপের আগ মুহূর্তে ব্যাটিং ইউনিট নিয়ে অস্বস্তিতেই বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজে রান পাননি ব্যাটাররা। স্পিনবান্ধব উইকেটে সেটা মানা গেলেও আরব আমিরাতের উইকেটে বিশ্বকাপের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা মানার মতো নয়। অনেকদিন যাবত অফ ফর্মে দলের সেরা ব্যাটার মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড সিরিজে রান না পাওয়া মুশি প্রত্যাশা মেটাতে পারেননি প্রস্তুতি ম্যাচেও। সর্বশেষ আট ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান। তবে দলের সেরা ব্যাটারের অফ ফর্মে চিন্তিত নয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ বলেছেন, মুশির ফর্মে ফেরা সময়ের ব্যাপার মাত্র।
রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকের অফ ফর্ম প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হতে হলো মাহমুদউল্লাহকে।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মাঝেমাঝে এমন ম্যাচ যায় যেখানে আপনি সংগ্রাম করবেন। নেটে ও অনেক পরিশ্রমী। তাকে নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি। সে দারুণভাবে অনুশীলন করছে। ওর ফর্মে ফেরা সময়ের ব্যাপার। সবাই তার পাশে আছি।’
মুশফিকের ওপর দলের পূর্ণ আস্থা আছে বলেছেন মাহমুদউল্লাহ, ‘আমরা সবাই জানি মুশফিক দলে কতটা মূল্যবান। এই ফরম্যাটে অনেক সময় অনেক ক্রিকেটারের ৩-৪ ম্যাচ খারাপ যেতে পারে। ওর মত খেলোয়াড় সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। বিগত বছরগুলোতে প্রমাণ করেছে ও কতটা চ্যাম্পিয়ন খেলোয়াড়।’
রোববার নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানের আল-আমেরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
আরও পড়ুন: বাংলাদেশকে ওমান-পিএনজির চেয়ে ওপরে দেখেন না স্কটল্যান্ড কোচ
মুশফিকের অফ ফর্মে চিন্তিত নয় অধিনায়ক
বার্জারের মন্তব্য ও প্রস্তুতির হার নিয়ে ভাবছে না বাংলাদেশ