বার্জারের মন্তব্য ও প্রস্তুতির হার নিয়ে ভাবছে না বাংলাদেশ
১৭ অক্টোবর ২০২১ ০০:১৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ০৯:২৭
রাত পোহালেই বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম দিনেই মাঠ নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপ মিশনে নামার আগে মাহমুদউল্লাহর দল কিছুটা অস্বস্তিতে। দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে হারের পর শক্তির বিচারে অনেকটা পিছিয়ে থাকা আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠেছে। এসব দেখেই কিনা স্কটল্যান্ড কোচ শেন বার্জার বাংলাদেশকে ওমান ও পাপুয়া নিউগিনির সমপর্যায়ে বলে দিলেন। এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, প্রস্তুতি ম্যাচের হার এবং স্কটল্যান্ড কোচের কথা মাথায় নিচ্ছে না তার দল।
রোববার ( ১৭ অক্টোবর) বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানের আল-আমেরাত স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘উনি কি বলেছেন আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না। প্রথমেই একটা কথা বললাম যে আমরা আমাদের খেলার সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা আমাদের সেরাটাই দিতে পারব। ইনশাল্লাহ ফলও সেভাবে হবে। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে। আমরা প্রতিটা দলকে সম্মান করি। কিন্তু আমরা শক্ত ক্রিকেট খেলব।’
জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ খেলে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে টানা দুটি প্রস্তুতি ম্যাচে হারতে হলো ব্যাটিং ব্যর্থতায়। এমন হার আত্মবিশ্বাসে চিড় ধরাবে কিনা এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা দুইটা প্রস্তুতি ম্যাচে হেরেছি। আমার মনে হয় না, সেগুলো কোনো প্রভাব ফেলবে। আমরা কেবল আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি। আমার মনে হয়, দলের আত্মবিশ্বাস আগের মতোই আছে। আর আমাদের সেরা ক্রিকেটটাই খেলব।’
একাদশ নিয়ে একটা ধারনাও দিতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক। পিঠের চোটের কারণে প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে না পারলেও মাহমুদউল্লাহ জানালেন, এখন তিনি পুরো ফিট। কাল স্কটিশদের বিপক্ষে খেলতে অসুবিধা নেই। অফ ফর্মে থাকা সৌম্য সরকার দুটি প্রস্তুতি ম্যাচেই রান পেয়েছেন। ভালো বোলিংও করেছেন তরুণ ক্রিকেটার। সৌম্যকে একাদশে বিবেচনা করার ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক।
ওপেনিং বা তিন নম্বরে সৌম্যকে ভাবা হচ্ছে জানালেন মাহমুদউল্লাহ, ‘সৌম্য ভাল বল করছে, ভাল ব্যাট করছে এটা ভাল দিক। সৌম্য বিবেচনায় আছে। বলা যায় না হয়ত তিন নম্বরেও ব্যাট করতে পারে। ওপেনিংও করতে পারে। কিন্তু এই মুহূর্তে নাঈম, লিটন আর সৌম্যের মধ্য থেকেই বেছে নেব।’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
আরও পড়ুন: বাংলাদেশকে ওমান-পিএনজির চেয়ে ওপরে দেখেন না স্কটল্যান্ড কোচ
মুশফিকের অফ ফর্মে চিন্তিত নয় অধিনায়ক
বার্জারের মন্তব্য ও প্রস্তুতির হার নিয়ে ভাবছে না বাংলাদেশ
টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ-স্কটল্যান্ড মাহমুদউল্লাহ