Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপেও টি-২০ বিশ্বকাপ দেখাবে র‌্যাবিটহোল

সারাবাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২১ ১৬:৪৩ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫৬

ঢাকা: রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ‘আইসিসি ম্যানস টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০২১।’ টানটান উত্তেজনায় ভরা এবারের বিশ্বকাপের রোমাঞ্চকর সবগুলো ম্যাচ ঘরে বসেই দর্শকদের সরাসরি উপভোগ করার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশে আইসিসি টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টার ‘র‍্যাবিটহোল’।

নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইটের পাশাপাশি দর্শকদের সুবিধা কথা বিবেচনা করে বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপেও সরাসরি টি২০ বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর জিপি হাউজে টেলি-অপারেটর কোম্পানি গ্রামীণফোন (জিপি) এর সঙ্গে এ সংক্রান্ত একটি অংশীদারিত্বমূলক চুক্তিও স্বাক্ষর করেছে র‌্যাবিটহোল। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে র‌্যাবিটহোলের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. সালাউদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিক উল্লাহ, সহ-প্রতিষ্ঠাতা জিয়াউদ্দিন আদিল। অন্যদিকে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানিটির ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলাইমান আলম, হেড অব কর্পোরেট স্ট্র্যাটেজি তালাল রেজা চৌধুরী এবং স্ট্র্যাটেজিক সোর্সিং এর জেনারেল ম্যানেজার শামিউর রহমান খান।

এই অংশীদারিত্বমূলক চুক্তি অনুযায়ী, পুরো টি২০ বিশ্বকাপজুড়েই বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপে র‌্যাবিটহোল দেখা যাবে। নির্দিষ্ট কিছু ডেটা ও কম্বো প্যাক কেনার মাধ্যমে ঘরে বসেই বিশ্বকাপের জমজমাট ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। গ্রামীণফোন ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে এসব ডেটা প্যাক সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের টি-২০ বিশ্বকাপে ডিজিটাল ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ থেকে অফিসিয়াল সম্প্রচারের স্বত্ব পেয়েছে র‌্যাবিটহোল। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে। র‌্যাবিটহোল অ্যাপের মাধ্যমে যাত্রা শুরু করলেও, ইউটিউব চ্যানেল ‘র‌্যাবিটহোলবিডি স্পোর্টস’ এবং ২০১৮ সালে শুরু হওয়া ‘র‌্যাবিটহোলবিডি ডট কম’ পোর্টাল থেকে সব ধরণের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে স্বল্পসময়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই প্ল্যাটফর্মটি।

অপরদিকে, বায়স্কোপ হচ্ছে গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ও মাইজিপি অ্যাপ হচ্ছে গ্রাহকদের সবচেয়ে জরুরি প্রয়োজন মেটানোর ক্ষেত্রে দেশের শীর্ষ এই টেলিকম প্রতিষ্ঠানটির ‘ওয়ান-স্টপ’ অ্যাপ সার্ভিস।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

আরও পড়ুন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর