Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত নেইমার, দুর্বার ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২১ ০৯:৩৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৪:১৬

ছন্দে থাকার দিনে নেইমার মাঠে কী করতে পারেন সেটা আজ ভালোভাবেই টের পেল উরুগুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ানদের একাই কাঁপিয়ে ছেড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গোল করেছেন একটি, করিয়েছেন দুটি। উরুগুয়ের অর্ধে প্রতিপক্ষকে চরকির মতো ঘুরিয়েছেন নেইমার। ব্রাজিল ম্যাচ জিতেছে ৪-১ গোলের ব্যবধানে।

ব্রাজিলের বাকি তিন গোলের দুটি করেছেন লিডস ইউনাইটেডের রাফিনহা। অপর গোলটি স্লামেঙ্গোর স্ট্রাইকার গাব্রিয়েল বারবোসার।

বিজ্ঞাপন

এই জয়ে কাতার বিশ্বকাপের আরও কাছকাছি ব্রাজিল। বাছাই পর্বে এ নিয়ে ১১ ম্যাচের ১০টিতেই জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কদিন আগে কলম্বিয়ার বিপক্ষে বাকি ম্যাচটা ড্র হয়েছে। ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল।

ম্যাচ চলাকালীন সময়েই এক টুইটার অনুসারীকে টুইট করতে দেখা গেল, ‘নেইমার ক্যারিয়ারের সেরা পাঁচ পারফরম্যান্সের একটি দেখালেন আজ।’ নেইমার খেললেনই যে দুর্দান্ত। তার একের পর এক বানিয়ে দেওয়া গোলগুলো করতে পারলে আরও অন্তত তিনটি গোল পেতে পারত ব্রাজিল।

শুক্রবার (১৫ অক্টোবর) ঘরের মাঠে প্রথম থেকেই দৃষ্টিনন্দন ফুটবল খেলতে থাকে ব্রাজিল। আক্রমণে গ্যাব্রিয়েল জেসুস আর মাঝমাঠে লুকাস পাকেতার সঙ্গে অসাধারণ সমন্বয় জমে উঠে নেইমারের। নেইমারের গোলেই প্রথমে এগিয়ে যায় ব্রাজিল।

ম্যাচের দশম মিনিটে রাফিনহার থেকে বল পেয়ে উচিয়ে নেইমারের কাছে বাড়ান ফ্রেদ। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে ফাঁকি দিয়ে বুক দিয়ে বল নামাতে দূরহ কোণে চলে গিয়েছিলেন নেইমার। ওদিকে উরুগুয়ের দুই ডিফেন্ডার গোলবারের নিচে দাঁড়িয়ে যায়। তবুও ঠিকই জাল খুজে নেন ব্রাজিলিয়ান তারকা।

বিজ্ঞাপন

১৮ মিনিটে গোল করিয়েছেন নেইমার। পাকেতার দারুণ পাস ধরে রাফিনহার দিকে বাড়ান পিএসজি তারকা। তরুণ রাফিনহা দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

৫৮ মিনিটে আবারও নেইমার-রাফিনহার সমন্বয়ে গোল পেয়ে যায় ব্রাজিল। নেইমারের বাড়ানো বল দুই স্পর্শে কোনাকুনি শট নিয়েছিলেন রাফিনহা। কিছুই করার ছিল না উরুগুয়ান গোলরক্ষকের। ৭৭ মিনিটে ব্যবধান কমান লুইস সুয়ারেজ।

ডি-বক্সের সামনেই ফ্রি-কিক পেয়েছিল উরুগুয়ে। মানব দেয়ার গড়তে কিছুটা হয়তো গড়বড় করল ব্রাজিল। সেই সুযোগ নিয়েই দারুণ এক মাপা শটে বল জালে জড়িয়ে দেন সুয়ারেজ। ম্যাচের শেষ দিকে জেসুসের বদলি নামা বারবোসার গোলে ব্যবধান ৪-১ করে ব্রাজিল। নেইমারের মাপা ক্রসে মাথা ছুয়ে বল জালে জড়িয়ে দেন বারবোসা।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টপ নিউজ নেইমার বিশ্বকাপ বাছাই পর্ব ব্রাজিল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর