নাঈম-লিটন-মুশিকে হারিয়ে চাপে বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২১ ১৪:২৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৫:৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে ১৭৮ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ক্রেইগ ইয়ংয়ের বলে সিমি সিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ব্যক্তিগত ৩ রানে এবং দলীয় ৫ রানের মাথায় নাঈম ফেরেন ড্রেসিংরুমে।
ডিলনের ঝড়ে টাইগারদের বিপক্ষে আয়ারল্যান্ডের রানের পাহাড়
এরপর আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মাত্র ১ রানে ফেরেন তিনি। জশুয়া লিটিলের বলে বোল্ড হয়ে ফেরেন টাইগার অধিনায়ক।
ইনিংসের ২য় ওভারে দলীয় মাত্র ৫ রানে দুই উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশের হাল ধরতে ক্রিজে আসেন অভিজ্ঞ মশফিকুর রহিম। তবে তিনিও উইকেটে টিকতে পারেননি বেশি সময়। মাত্র ৪ বলে ৪ রান করে ক্রেইগের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মুশি।
ক্রেইগের বলে ইনিংসের তৃতীয় ওভারের বোল্ড হয়ে মুশি যখন ফিরছেন তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ১৩ রান। এরপর উইকেটে আসেন আফিফ হোসেন।
তিনে ব্যাট করতে নামা সৌম্য সরকারের সঙ্গে মিলে বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন আফিফ হসেন।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান। উইকেটে আছেন, সৌম্য (১১) এবং আফিফ (১২)।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড