ফলটা নিরপেক্ষ ছিল না বলেই এত কষ্ট লাগছে: রাকিব
১৪ অক্টোবর ২০২১ ১০:০১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১২:৫৫
ম্যাচের নবম মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশ নেপালকে আটকে রেখেছিল দারুণভাবে। কিন্তু শেষ মুহূর্তে এক ভুলেই হলো সর্বনাশ। ৭৮ মিনিটে গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখেন ম্যাচের সেরা পারফরমার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। চাপে পড়া দশ জনের বাংলাদেশের বিপক্ষে ৮৮ মিনিটে পেনাল্টি পায় নেপাল। পেনাল্টি গোলে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। যদিও এই পেনাল্টি নিয়ে উঠেছে বড় প্রশ্ন।
ম্যাচ শেষে মাঠে ভেঙে পড়তে দেখা গেছে খেলোয়াড়দের। চোখ বেয়ে পড়ছিল অশ্রু। দুটি বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে না গেলে ফলাফল অন্যরকম হলেও হতে পারতো। আর বিতর্কিত সিদ্ধান্ত বলেই তা মেনে নিতে পারছেন না রাকিব হাসান।
আমাদের বিপক্ষে অদৃশ্য শক্তি কাজ করেছে— অস্কার ব্রুজন
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে নেপাল ম্যাচ নিয়ে নিজের অসন্তুষ্টির কথা শোনালেন রাকিব। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। পরিশ্রমের ফল পাইনি দেখে সবাই কষ্ট পেয়েছে।’
ম্যাচ শেষে ড্রেসিং রুম শোকে স্তব্ধ হয়ে আছে বলে জানান রাকিব। এই ফরোয়ার্ড বলেন, ‘সবাই কান্নাকাটি করতেছে। খুব খারাপ লাগতেছে। ফলটা যদি নিরপেক্ষ হতো তাহলে সমস্যা হতো না। কিন্তু ফলটা নিরপেক্ষ ছিল না। সে জন্য বেশি কষ্ট পাচ্ছি।’
এদিকে রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন জাতীয় দলের প্রধান কোচ অস্কার ব্রুজন। আর জামাল ভূঁইয়া তো সরাসরিই উল্লেখ করেছেন, ‘রেফারি বড় ডাকাতি করেছে।’
রেফারির ওমন সিদ্ধান্তের পর সংবাদসম্মেলনে নেপাল কোচ আব্দুল্লাহ কিছু বলতে রাজী হননি। তিনি কেবল এতটুকু বলেছেন, তিনি নিশ্চিত নন যে ওটা পেনাল্টি ছিল কিনা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস