Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিখিত সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ


১৩ অক্টোবর ২০২১ ১৮:০৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৯:০৮

জিতলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এমন সমীকরণে খেলতে নেমে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের নবম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুয়ে একমাত্র গোলটি করেছেন সুমন রেজা। আজ জিতলে ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগের শেষ ভাগটা পরিনত হয়েছে অলিখিত সেমিফাইনালে। শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভারতের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। এই দুই ম্যাচে যারা জিতবে তারাই যাবে ফাইনালে। প্রথম অলিখিত সেমিফাইনালে আজ একাদশে চার পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন।

বিজ্ঞাপন

আগের ম্যাচ খেলা মতিন মিয়ার জায়গায় নেমেছেন সুমন রেজা। রহমত মিয়ার জায়গায় খেলছেন টুটুল হোসেন বাদশা। ইয়াছিন আরাফাত দুই হলুদ কার্ডের কারণে নেই। দলে ফিরেছেন রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ। পরিবর্তন কাজে লেগেছে ম্যাচের নবম মিনিটেই।

দারুণ গতিতে বক্সে ঢুকছিলেন রাকিব। বাংলাদেশি ফুটবলারকে থামাতে বক্সের বাঁ প্রান্তে তাকে ফাউল করেন নেপাল ডিফেন্ডার। এতেই প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুইয়ে বল জালে জড়িয়ে দেন সুমন রেজা।

গোল পাওয়া বাংলাদেশের চেয়ে পরে নেপালই ভালো খেলেছে। বলের দখল ধরে রেখে লম্ব শটে বারবার আক্রমণে উঠতে চেয়েছে নেপালিরা। অপর দিকে বাংলাদেশ খেলেছে প্রতিআক্রমণের ফুটবল। তবে প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে কেন জানি বারবার খেই হারিয়ে ফেলছিল লাল-সবুজের দল। সাদ উদ্দিনকে একাধীকবার মনে হলো উদ্দেশ্যেহীন।

বিজ্ঞাপন

সুমন রেজার গোলের পর আর গোল হয়নি। যাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

নেপাল একাদশ: কিরন চেমজং, দিনেশ রাজবংশী, অনন্ত তামাং, রোহিত চাঁদ, গৌতম শ্রেষ্ঠ, পুজান উপার্কোটি, তেজ তামাং, সুজল শ্রেষ্ঠ, আয়ুশ ঘালান, নবযুগ শ্রেষ্ঠ, অঞ্জন বিষ্টা।

বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সাদ উদ্দিন, বিপলু আহমেদ, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহীম।

জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর