শ্রীলংকার বিপক্ষে হেরে গেল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২১ ০০:২১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৪:১৮
বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রস্তুতির প্রথম পর্বটা সুখকর হলো না বাংলাদেশের। প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ১৪৬ রানের মাঝারি সংগ্রহ গড়েছিল মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানহীন বাংলাদেশ। পরে শুরুতে লংকানদের চেপে ধরলেও শেষ দিকে চাপ কাটিয়ে জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলংকা।
পিঠের ইনজুরির কারণে ওমান ‘এ’ দলের বিপক্ষে না খেলা নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আজ শ্রীলংকার বিপক্ষেও মাঠে নামেননি। সাকিব আল হাসান এখনো আইপিএলে। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফিরলেও আজ মাঠে নামেননি। সাকিব-মোস্তাফিজের অনুপস্থিতিতে ডেথ ওভারে লংকানদের আটকে রাখতে পারেনি বাংলাদেশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৬ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছিল বাংলাদেশের। শুরুতেই কুশল পেরেরাকে তুলে নেন তাসকিন আহমেদ। ৫০ রানের আগে তিন উইকেট হারানো শ্রীলংকা ষষ্ঠ উইকেট হারায় ৭৯ রানে। মনে হচ্ছিল, প্রস্তুতির শুরুতে জয় পেতে যাচ্ছে টাইগাররা। কিন্তু ডেথ ওভারগুলোতে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের বোলিং আক্রমণ।
শেষের ওভারগুলোতে রীতিমতো ঝড় তোলেন অভিস্কা ফার্নান্দো। মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লংকান ক্রিকেটার। ১৯তম ওভারের শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন সৌম্য সরকার।
এর আগে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়া হয়নি বাংলাদেশের। ৪.২ ওভারে ৩২ রান তুলে শুরুটা অবশ্য ভালোই করেছিলেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ। তবে এই দুজন অল্প রানের ব্যবধানে ফিরলে পরে কার্যকারী জুটি গড়তে পারেনি বাংলাদেশ।
তিনে নামা সৌম্য সরকার আজকের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার। ২৬ বলে ১টি চার ২টি ছয়ে ৩৪ রান করেছেন বাঁহাতি ব্যাটার। সৌম্য বাদে ২০ রানের ঘর পেরোতে পারেননি অন্য কোনো ব্যাটার। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান করেন। এছাড়া মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলংকার বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুশমন্থ চামিরা। এ ছাড়া ১টি করে উইকেট নেন লাহিরু কুমারা, মহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাহমুদউল্লাহ সাকিব আল হাসান সৌম্য সরকার