শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৪৬
১২ অক্টোবর ২০২১ ২২:৩১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৪:১৯
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে বাংলাদেশ।
পিঠের চোটের কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারেননি। কদিন আগে ওমান ‘এ’ দলের বিপক্ষেও খেলেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। আইপিএলে ব্যস্ত থাকা সাকিব আল হাসান ও সদ্য আইপিএল থেকে ফেরা মোস্তাফিজুর রহমানও আজ খেলেননি। মাহমুদউল্লাহর বদলে লিটন দাস নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে।
মঙ্গলবার (১২ অক্টোবর) আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু মন্দ হয়নি টাইগারদের। ৪.২ ওভারে ৩২ রান তুলেছিলেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ। তবে এই দুজন অল্প রানের ব্যবধানে ফিরলে পরে কার্যকারী জুটি গড়তে পারেনি বাংলাদেশ।
তিনে নামা সৌম্য সরকার আজকের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার। ২৬ বলে ১টি চার ২টি ছয়ে ৩৪ রান করেছেন বাঁহাতি ব্যাটার। সৌম্য বাদে ২০ রানের ঘর পেরোতে পারেননি অন্য কোনো ব্যাটার। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান করেন। এছাড়া মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলংকার বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুশমন্থ চামিরা। এ ছাড়া ১টি করে উইকেট নেন লাহিরু কুমারা, মহেশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/