Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে বাংলাদেশ বিশ্বকাপে কিন্তু সাকিব আইপিএলে


১২ অক্টোবর ২০২১ ১৬:৩৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৪:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গত ৪ অক্টোবর দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা কয়েকদিনের অনুশীলন পর্ব শেষে আজ বিশ্বকাপের অফিসিয়াল প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল, প্রতিপক্ষ শ্রীলংকা। কিন্তু দলের সেরা তারকা সাকিব আল হাসান এখনো আইপিএলে। একদিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচেও সাকিবের খেলার সম্ভবনা নেই বললেই চলে। আইপিএলের শেষ চারে লড়ছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের হয়ে প্রস্তুতি ম্যাচ না খেলে কলকাতার হয়ে আইপিএলের শেষ চার খেলবেন সাকিব।

বিজ্ঞাপন

বিশ্বকাপের কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সাকিবকে ৬ অক্টোবর পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। সেই সময় পেরিয়ে গেগে কয়েকদিন আগে। গতকাল দলের সঙ্গে যোগ দিলেও অনাপত্তিপত্রের মেয়াদ শেষের পর খেলেছেন মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশ ক্রিকেট দলের পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলছেন, এতে বাংলাদেশেরই লাভ।

অনেকদিন একাদশের বাইরে থাকা সাকিব কলকাতার হয়ে টানা তিন ম্যাচ খেললেন। গতকাল এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতার জয়ে বড় অবদান রেখেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। কোয়ালিফায়ার ম্যাচেও কলকাতার একাদশে সাকিবের থাকার কথা। একাদশে যখন নিয়মিত, অর্থাৎ খেলার মধ্যেই যখন আছেন এটাকে ইতিবাচক হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচগুলোর তুলনায় আইপিএলের শেষ চারের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কঠিন ক্রিকেটারদের পাবেন সাকিব। বিষয়টিকে সাকিব এবং বাংলাদেশ দলের জন্য ভালো মনে করছেন আকরাম খান। তাছাড়া বিশ্বকাপ ও আইপিএল হচ্ছে একই দেশে।

সদ্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবারও বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া আকরাম খান সাকিবের প্রস্তুতি ম্যাচ না খেলে আইপিএল খেলার প্রসঙ্গে বলেন, ‘খেলোয়াড়রা বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলতে পারবে ততই ভালো। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, এটা ওর (সাকিব) জন্য, দলের জন্যও ভালো।’

দল রাজস্থান রয়্যালস আইপিএলের শেষ চারে উঠতে না পারাতে ইতোমধ্যেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কলকাতার আইপিএল পার্ট শেষ হলে সাকিব দলের সঙ্গে যুক্ত হবেন বলেছেন আকরাম, ‘সে ওখানে খেলছে সেটা আমাদের জন্য ভালো। যখনই খেলা শেষ হবে তখনই সে দলের সঙ্গে যোগ দেবে। সাকিব আর মুস্তাফিজের বিষয়ে আমরা চিন্তিত নই। যেহেতু ওরা ওখানেই আছে। আর ওখানেই খেলছে। আর বাকিরা অনুশীলনে আছে। ওরা যখনই ফ্রি হবে চলে আসবে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভবনার কথাও বলেছেন আকরাম, ‘বাংলাদেশ দল যতগুলো বিশ্বকাপ খেলেছে। এবার আল্লাহর রহমতে ভালো অবস্থান নিয়ে গিয়েছে। আপনারা জানেন আমরা এর আগে তিনটা সিরিজ জিতেছি। প্রস্তুতি ম্যাচটাও ভালো করেছি। গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস ও ফর্ম। দুটো জিনিস যদি ভালো থাকে, তো ইন শা আল্লাহ বাংলাদেশ দল ভালো করবে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচগুলো কীভাবে খেলব। তো সবাই যদি সেনসিবল ক্রিকেট খেলে, তাহলে আমরা ভালো করব।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসান

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর