‘রিয়াদকে হয়তো প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হবে’
১২ অক্টোবর ২০২১ ১১:০৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১২:৩৯
পিঠের ব্যথার কারণে ওমানে একমাত্র আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে ওমানে প্রস্তুতি পর্ব সেরে সংযুক্ত আরব আমিরাতে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার জন্য অবস্থান করছে বাংলাদেশ দল। তবে একদিন বিশ্রামের পরেও পিঠের ব্যথা থেকে এখনও সেরে উঠতে পারেননি রিয়াদ। আর তাই তো দুবাই থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, রিয়াদকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি বাংলাদেশ নিবে না। তাই শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে তাকে।
আবু ধাবিতে মঙ্গলবার নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
পিঠের এই ব্যথার জন্যই গত শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। সোমবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাশার জানান, পিঠের ব্যথা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিতে চায় বাংলাদেশ।
বাশার বলেন, ‘চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। (মাহমুদউল্লাহ) রিয়াদের হালকা পিঠের ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে। যে কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।’
এদিকে আইপিএল পর্ব শেষে দলের সঙ্গে যোগ দেওয়া মোস্তাফিজুর রহমান। তার ব্যাপারে বাশার বলেন, ‘মোস্তাফিজের দলের সঙ্গে যোগ দেওয়াটা অবশ্যই অনেক বড় ব্যাপার। সে এখানে খেলছিল। এখানকার কন্ডিশনটা কেমন হতে পারে খুব ভালো জানে। আশা করি, সাকিবও খুব দ্রুত দলের সঙ্গে যোগ দেবে। সব মিলিয়ে সব ভালো যাচ্ছে। আশা করছি, এবারের বিশ্বকাপে আমরা ভালো করব।’
দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসানেরও। কখন যোগ দিচ্ছেন, তা এখনও জানা যায়নি। সোমবার আইপিএলের এলিমিনেটর ম্যাচেও কলকাতার জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাকে।
বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ১৫ অক্টোবর ওমানে ফিরবে বাংলাদেশ। সেখান থেকে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে টাইগাররা। মূল পর্ব বা সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ড টপকাতে হবে বাংলাদেশকে।
বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মূল পর্বে মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাহমুদউল্লাহ রিয়াদ হাবিবুল বাশার