সাকিবের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসায় মরগান
১২ অক্টোবর ২০২১ ১০:৪৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১২:০৭
ব্যাট হাতে যখন উইকেটে নামলেন তখন কোয়ালিফায়ারে পৌঁছাতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ১৪ বলে ১৩ রানের প্রয়োজন। সাকিবের সঙ্গে তখন উইকেটে গোটা আইপিএল সিজন অফ ফর্মে থাকা কেকেআর অধিনায়ক ইয়ন মরগান। তবে শেষ পর্যন্ত কেকেআরকে সঠিক পথে রেখে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন ওই সাকিব আল হাসানই।
শেষ ওভারে সাকিব আল হাসানের স্কুপ শটের বাউন্ডারি নিয়েই তাই চর্চা চারপাশে। ম্যাচ শেষে কলকাতা অধিনায়ক ইয়ন মরগান মনে করিয়ে দিলেন, আগের দুই ম্যাচের ধারাবাহিকতায় এ দিনও দারুণ বোলিং করেন সাকিব।
আইপিএলের প্রথম এলিমিনেটরে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৭ রানের। গোটা আইপিএলের বেশিরভাগ সময় ডাগআউটে কাটানো সাকিবের কাঁধেই তখন কেকেআরকে কোয়ালিফায়ারে নিয়ে যাওয়ার ভার। ড্যান ক্রিস্টিয়ানের স্লোয়ারে দুর্দান্ত স্কুপ শটে বল ছুঁড়ে বাউন্ডারিতে ফেলে কলকাতার ডাগ আউটে স্বস্তি এনে দিলেন সাকিব। পরের তিন বলে সিঙ্গেলে কেকেআর ৪ উইকেটে জিতে পৌঁছে যায় কোয়ালিফায়ারে।
এবারের আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে এটি সাকিবের তৃতীয় ম্যাচ। ব্যাটিং পেলেন প্রথমবার। আট নম্বরে নেমে শেষ সময়ের দাবি মেটানো সহজ ছিল না। ৬ বলে ৯ রানের অপরাজিত ইনিংসটি ছোট্ট হলেও দলের প্রয়োজনে ছিল গুরুত্বপূর্ণ।
তবে ম্যাচের প্রথম ভাগে বল হাতেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আগের দুই ম্যাচে দারুণ বোলিংয়ে উইকেট পেলেও এ দিন উইকেট পাননি। তবে ৪ ওভারে রান দেন কেবল ২৪। ম্যাচের প্রথম ওভারটি করে রান দেন ৭। পাওয়ার প্লে শেষে টানা তিন ওভারে আঁটসাঁট বোলিংয়ে ডানা মেলতে দেননি বিরাট কোহলিদের।
দলের জয়ে সামনে থেকে ভূমিকা রাখা সাকিব আল হাসানকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগান। ম্যাচ শেষে ধারাভাষ্যকার হার্শা ভোগলের প্রশ্ন ছিল, ‘কলকাতায় তিন স্পিনারকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কেমন?’ ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক শুরুতে একটু মজা করলেন, ‘আমার তো বেশ ভালোই লাগে… বয়স তো আর কম হলো না, এত স্পিনার থাকলে খুব বেশি ছোটাছুটি করতে হয় না!’
এরপরে সাকিব আল হাসানের কথা আলাদাভাবে বলার সঙ্গে সঙ্গে দলের স্পিনারদের ভূমিকা নিয়েও কথা বলেন মরগান।
তিনি বলেন, ‘এটা অনেক বড় সুবিধা। বিশেষ করে তারা সবাই যখন বিশ্বমানের স্পিনার। সাকিব তার তৃতীয় ম্যাচ খেলল, দুর্দান্ত বোলিং করেছে, সুযোগ তৈরি করছে সে, অন্য দুই রহস্য স্পিনারের সঙ্গে। টুর্নামেন্ট গত গড়াচ্ছে, তারা ক্রমে আরও ভালো হয়ে উঠছে।’
এ ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। ব্যাট হাতে তিন ছক্কা সহ ১৫ বলে ২৬ রান করেন তিনি। নারিন সম্পর্কে মরগান বলেন, ‘নারাইন টি-টোয়েন্টি ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তি। তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’
আগামীকাল শারজায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস